জামাইষষ্ঠীর সকালেই মর্মান্তিক দুর্ঘটনা! বজবজে বেপরোয়া ট্রাক পাঁচিল ভেঙে পিষে দিল সাইকেল আরোহীকে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
দক্ষিণ ২৪ পরগনার বজবজে জামাইষষ্ঠীর সকালে এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী রাজিব মোল্লার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং চালককে গ্রেফতার করেছে।
বজবজ: জামাইষষ্ঠীর সকালে নেমে এল বিষাদের ছায়া। দক্ষিণ ২৪ পরগনার বজবজে এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বজবজ কুইন সিনেমা পাম্পের কাছে বজবজ ট্যাঙ্ক রোডে আচমকা নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাক। সজোরে ধাক্কা মারে রাস্তা দিয়ে যাওয়া এক সাইকেল আরোহীকে। ধাক্কায় উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা পাম্পের পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে পড়ে ট্রাকটি।
গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ছিটকে পড়েন সাইকেল আরোহী। তাঁর সাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বজবজ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!
advertisement
advertisement
মৃত সাইকেল আরোহীর নাম রাজিব মোল্লা। বাড়ি নোদাখালি থানার অন্তর্গত বাওয়ালি এলাকায়। জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ কাজের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে চড়িয়ালের দিকে যাচ্ছিলেন তিনি, তখনই ঘটে দুর্ঘটনাটি।
ঘটনার পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে বজবজ ট্যাঙ্ক রোডে যান চলাচল। পুলিশ ট্রাকটি আটক করেছে, গ্রেফতার করা হয়েছে চালককেও। যদিও এলাকাবাসীর অনেকেই ঘটনাটি সামনে দাঁড়িয়ে দেখলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।
advertisement
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। চালক মদ্যপ ছিলেন কি না, গাড়ির ব্রেক ফেল করেছিল কি না, নাকি সম্পূর্ণই গাফিলতির ফল—সবটাই খতিয়ে দেখা হচ্ছে। জামাইষষ্ঠীর দিন এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 9:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামাইষষ্ঠীর সকালেই মর্মান্তিক দুর্ঘটনা! বজবজে বেপরোয়া ট্রাক পাঁচিল ভেঙে পিষে দিল সাইকেল আরোহীকে!