Accident news: রাস্তা পেরোচ্ছিলেন, হঠাৎ ছুটে এল বেপরোয়া গাড়ি! ছিটকে গেলেন, সঙ্গে সঙ্গে মৃত্যু পথচারীর, রক্তে ভাসল এলাকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Accident news: ভয়াবহ পথদুর্ঘটনার জেরে মৃত্যু হল বৃদ্ধের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ায়। ভোরে বেপরোয়া এক অজানা গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড়ে।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হল বৃদ্ধের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়ায়। ভোরে বেপরোয়া এক অজানা গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া থানার খড়বন মোড়ে।
এলাকায় একের পর এক দুর্ঘটনায় মৃত্যু মিছিল ঠেকাতে অবিলম্বে স্পিড ব্রেকার তৈরী ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থার দাবিতে খড়বন মোড়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় ওই রাস্তায় যান চলাচল।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া ব্লকের দুবরাজপুর গ্রামের বছর সত্তরের বাসিন্দা শম্ভু বারিক মঙ্গলবার ভোরে নিজের নাতনিকে বাসে চাপানোর জন্য সাইকেলে করে খড়বন মোড়ে আসেন। নাতনিকে বাসে চাপানোর পর খড়বন মোড় থেকে সাইকেলে চড়ে দুবরাজপুর গ্রামের দিকে ফিরছিলেন ওই বৃদ্ধ। স্থানীয়দের দাবি ভোরের দিকে আচমকাই একটি গাড়ি এসে ধাক্কা মারে শম্ভু বারিককে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
ভোরে রাস্তাঘাট একেবারে ফাঁকা থাকার সুযোগে ঘাতক গাড়িটি অবাধে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শম্ভূ বারিককে রাস্তার উপর রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন। বেপরোয়া যান চলাচল ও একের পর এক দুর্ঘটনায় ওই এলাকায় মৃত্যু মিছিল ঠেকাতে খড়বন এলাকায় একাধিক স্পিড ব্রেকার তৈরী ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সকাল ৭টা থেকে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। খাতড়া থানার পুলিশ অবরোধস্থলে পৌঁছে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও লাভ হয়নি। স্পিড ব্রেকার তৈরী ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যেতে অনড় স্থানীয়েরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 10:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident news: রাস্তা পেরোচ্ছিলেন, হঠাৎ ছুটে এল বেপরোয়া গাড়ি! ছিটকে গেলেন, সঙ্গে সঙ্গে মৃত্যু পথচারীর, রক্তে ভাসল এলাকা