Road Accident: পুজোর মধ্যে মর্মান্তিক কাণ্ড! ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Accident: জানা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষ্যে একটি প্রাইভেট গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বেশ কয়েকজন। সেই প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক মোটর বাইক ও সাইকেলে ধাক্কা মারে। ঘাটালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১।
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন ৫ জন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বরদা রানিরবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, দুর্গাপুজো উপলক্ষ্যে একটি প্রাইভেট গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বেশ কয়েকজন। সেই প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক মোটর বাইক ও সাইকেলে ধাক্কা মারে। এর জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ বসিরহাটের বুকে মহিষাদল রাজবাড়ি! শতাব্দী প্রাচীন বনেদি বাড়ির পুজোয় বড় চমক, উপচে পড়ছে ভিড়
আহতদের দ্রুত ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ব্যক্তির নাম মিলন সিং (২৫)। তিনি ঘাটালের বুয়ালিয়া গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। তাঁরা গিয়ে রাজ্য সড়ক যানজট মুক্ত করে ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্গাপুজো মানেই আনন্দ, উচ্ছ্বাস। কিন্তু সেই উৎসবের মরশুমেই ঘাটালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। আহত হয়েছেন ৫ জন। পুলিশ গিয়ে রাজ্য সড়ক যানজট মুক্ত করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 01, 2025 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: পুজোর মধ্যে মর্মান্তিক কাণ্ড! ঠাকুর দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫