Road Accident: ধাক্কা মেরেও থামল না বাস, স্কুটি চালককে ১ কিলোমিটার টেনে নিয়ে গেল!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Road Accident: উপস্থিত মানুষজন চিৎকার করে উঠে বাস চালককে তৎক্ষণাৎ গাড়ি থামাতে বলেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায় কর্ণপাত না করে চালক বাসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান
পশ্চিম বর্ধমান: স্কুটি চালককে ধাক্কা দিয়েও থামল না সরকারি বাস। সেই অবস্থাতেই চাকার সঙ্গে দেহ লেগে থাকা অবস্থায় ঘষ্টাতে ঘষ্টাতে টেনে নিয়ে গেল এক কিলোমিটার রাস্তা! এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল শহর দুর্গাপুর।
শিল্পনগরীর দুর্গাপুর স্টেশন সংলগ্ন এসবিএসটিসি গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাস চালকের বেপরোয়া মনোভাবের জেরে অকালে প্রাণ গেল স্কুটি চালকের। গোটা দৃশ্য দেখে রীতিমত শিউরে উঠেছেন স্থানীয়রা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আশেপাশের রাস্তার মানুষ থামতে বললেও বাস চালক গাড়ি থামাতে চাননি বলে অভিযোগ।
advertisement
advertisement
আদতে কী হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন দুর্গাপুর পিসিবিএল মোড়ের কাছে এক স্কুটি চালককে ধাক্কা মারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন চিৎকার করে উঠে বাস চালককে তৎক্ষণাৎ গাড়ি থামাতে বলেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায় কর্ণপাত না করে বাস চালক বাসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ফলে সরকারি বাসের চাকার তলায় পিষ্ঠ অবস্থায় ওই স্কুটি চালক প্রায় এক কিলোমিটার রাস্তা ঘষ্টাতে ঘষ্টাতে যান। তারপর দুর্গাপুর গ্যারেজ সংলগ্ন এলাকায় সরকারি বাসের ডিপোতে ঢুকে পড়ে ঘাতক বাসটি।
advertisement
এই নারকীয় দৃশ্য দেখে এলাকার মানুষ নিজেদের ঠিক রাখতে পারেননি। তাঁরা তৎক্ষণাৎ এসবিএসটিসি গ্যারেজের সামনে গিয়ে ঘেরাও করেন। ঘাতক বাস চালককে শাস্তি দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি একজনকে সরকারি চাকরি দিতে হবে বলেও এলাকাবাসী দাবি তোলে।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় দুর্গাপুর গ্যারেজ সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে আসে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দুর্ঘটনার ভয়াবহতা দেখে রীতিমত কেঁপে উঠছেন।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2024 4:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: ধাক্কা মেরেও থামল না বাস, স্কুটি চালককে ১ কিলোমিটার টেনে নিয়ে গেল!