#গোবরডাঙা: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি লরির ধাক্কা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জনের ৷ আহত হয়েছেন ৩ জন ৷ ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানা এলাকার গৈপুর এলাকায় ৷
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গাইঘাটা থেকে গোবড়ডাঙ্গার দিকে যাচ্ছিল অটোটি ৷ সে সময় আচমকাই তীব্র গতিতে সামনে চলে আসে একটি ইট বোঝাই লরি ৷ ঘটনাস্থলেই উল্টে যায় অটোটি।
গুরুতর আহত অবস্থায় ৩জনকে গোবরডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাবড়া হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ তবে, তাঁর পরিচয় মেলেনি এখনও ৷ এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gobordanga, Road Accident