Nadia News: কৃষ্ণ কোলে শান্তিপুরের পথে পথে ঘুরছেন ঋতব্রত!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
ঋতব্রতকে কৃষ্ণ মূর্তি কোলে নিয়ে শান্তিপুরের পথে ঘুরতে দেখাও যায়। পাশে উপস্থিত স্থানীয় বিধায় ব্রজ কিশোর গোস্বামীর কোলেও ছিল কৃষ্ণ মূর্তি
নদিয়া: শান্তিপুরের বিখ্যাত রাস তিনদিন চলার পর আজ কৃষ্ণ বিগ্রহ মন্দিরের বাইরে বেরিয়ে এসেছে। লোকাচার মতে, মন্দির প্রাঙ্গণের জমি-জায়গা, সম্পত্তি, ভক্তবৃন্দদের পরিস্থিতি দেখতে বের হয়েছেন স্বয়ং ভগবান। বছরে এই একদিনই বিগ্রহ স্পর্শ করতে পারেন ভক্তরা। এইদিন সকলে শুদ্ধাচারে বিগ্রহ কোলে নিয়ে জল-মিষ্টি খাওয়ান, আনন্দে নাচেন এবং নাচান। গোটা বিষয়টিকে কুঞ্জ ভঙ্গ বলা হয়। শান্তিপুরে ৫৭ টিরও বেশি বিগ্রহ বাড়িতে আজ এই উপাচার অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় এবং প্রসাদ বিতরণ হতে দেখা যায় ভক্তদের মধ্যে। সেই ভিড়ে হঠাৎই দেখা গেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
জগৎবিখ্যাত ধর্মগুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে তিন দিনব্যাপী চলা রাসের আজ শেষ দিনে কুঞ্জ ভঙ্গ অনুষ্ঠানে আসেন রাজ্য আইএনটিটিইউসি-এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এর আগেও দু’বার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর বাড়িতে অর্থাৎ বিখ্যাত ধর্মগুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে এই কুঞ্জ ভঙ্গের অনুষ্ঠানে এসেছিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ঋতব্রত এক সময় দেশের সর্ববৃহৎ কমিউনিস্ট দল সিপিএমের রাজ্যসভার সাংসদ ছিলেন। গোড়া থেকে ছাত্র রাজনীতি করে রাজনীতির অঙ্গনে উঠে এসেছেন। সেই তিনিই এদিন অত্যন্ত আবেগের সঙ্গে বলেন, যতদিন বাঁচবেন ততদিন এই অনুষ্ঠানে আসবেন। কারণ ভক্তের সঙ্গে ভগবানের এই মিলন দেখা অত্যন্ত সৌভাগ্যের। এমনকি তাঁকে কৃষ্ণ মূর্তি কোলে নিয়ে শান্তিপুরের পথে ঘুরতে দেখাও যায়। পাশে উপস্থিত স্থানীয় বিধায় ব্রজ কিশোর গোস্বামীর কোলেও ছিল কৃষ্ণ মূর্তি।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 6:42 PM IST