Rice : নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহের কাজ, কুইন্টাল প্রতি কত টাকা করে পাবেন কৃষকরা!

Last Updated:

Rice Selling- নতুন খরিফ মরশুমে ধান সংগ্রহে প্রস্তুতি নিল রাজ্য সরকার। ২০২৫-২৬ সালের ধান সংগ্রহ প্রকল্পে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য ১ নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে ক্যাম্প।

* নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহের কাজ
* নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহের কাজ
কলকাতা : নতুন খরিফ মরশুমে ধান সংগ্রহে প্রস্তুতি নিল রাজ্য সরকার। ২০২৫-২৬ সালের ধান সংগ্রহ প্রকল্পে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য ১ নভেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হবে ক্যাম্প। খাদ্য ও সরবরাহ দফতর এবং সমবায় দফতরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরও সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২৩৬৯ টাকা দরে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হবে। ক্যাম্পে প্রচারের জন্য মাইকিং, লিফলেট ও ব্যানারের ব্যবহার বাধ্যতামূলক। ক্যাম্পগুলিতে বায়োমেট্রিক যাচাই ছাড়া কোনও ধান কেনা হবে না এবং কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে।
advertisement
চলতি বছর ১৭৯টি মোবাইল সিপিসি চালু করা হয়েছে যাতে প্রান্তিক এলাকার কৃষকরাও কাছাকাছি জায়গায় ধান জমা দিতে পারেন। গত মরশুমে রাজ্য সরকারের সমবায় দফতর ৯১৩টি পিএসএস-এর মাধ্যমে ৯ লক্ষ ৭ হাজার ৯৯৮ মেট্রিক টন, ১১টি ল্যাম্পস-এর মাধ্যমে ৬৮২৬ মেট্রিক টন ও ১২টি পিএমএসএস-এর মাধ্যমে ১০৫৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল। এবার সেই সাফল্যের রেকর্ড ছাপিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
advertisement
advertisement
আরও পড়ুন- কোটি কোটি টাকা নয়ছয়, লোভে ফাঁদ দিতেই ব্যাঙ্ক থেকে গায়েব সবকিছু, পথে বসলেন যুবক
রাজ্যের প্রায় সমস্ত রেশন ব্যবস্থার চাল এখন রাজ্যেই উৎপাদিত ধান থেকে আসছে, বাইরে থেকে চাল আমদানি করার প্রয়োজন পড়ছে না। আগে কৃষকদের ধান ৪২০-৪২৫ টাকা দরে বিক্রি করতে হতো, এখন তাঁরা অনেক বেশি দাম পাচ্ছেন।  রাজ্যের বক্তব্য ২০১২ সাল থেকে চাল আমদানি বন্ধ হয়েছে এবং এখন কৃষকরা তাঁদের উৎপাদিত ধান সরকারের কাছে সরাসরি বিক্রি করতে পারছেন।
advertisement
গড় উৎপাদন ১৫ কুইন্টাল হওয়ায় চাষিরা কাছের ক্যাম্পেই ধান জমা দিতে পারবেন। ইতিমধ্যে ৬৫ শতাংশ সমবায়ে নতুন বোর্ড এসেছে, ফলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বেড়েছে। প্রশিক্ষণ ও পরিকাঠামোগত প্রস্তুতি নিয়ে বেনফেড, কনফেড এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি কাজ শুরু করে দিয়েছে।
৩১ আগস্টের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্যাম্প সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পকে সফল করতে সরকার কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rice : নভেম্বর থেকে শুরু হবে ধান সংগ্রহের কাজ, কুইন্টাল প্রতি কত টাকা করে পাবেন কৃষকরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement