Doctors Protest at Bardhaman Medical college: আর জি করের আঁচ বর্ধমান মেডিক্যালে! ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিরাপত্তার দাবি জেলাতেও

Last Updated:

আর জি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকেই জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা।

বর্ধমান: আর জি কর হাসপাতালে ঘটনার জের, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে বর্ধমান মেডিক্যাল কলেজের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।সেখানে হাসপাতালে নিরাপত্তার সঙ্গে জড়িত সকলকে আরও বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ শনিবার দুপুরে একটি নির্দেশ জারি করেছেন। তাতে তিনি বলেন, আর জি কর হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ওই নির্দেশে হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জের নাম ও ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং হাসপাতালের নিরাপত্তার সঙ্গে জড়িত প্রত্যেককে আরও বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আর জি কর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকেই জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা। তাঁদের এই কর্মবিরতির জেরে অচলাবস্থা শুরু হয়েছে হাসপাতাল জুড়ে। এমার্জেন্সি বিভাগ ছাড়া কোনো বিভাগেই পরিষেবা দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন রোগীরা। এই অবস্থায় কি করণীয় তা ভেবে উঠতে পারছেন না অনেকেই।
advertisement
জুনিয়র ডাক্তাররা দাবি তোলেন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে। অবিলম্বে সে দিকে নজর দেওয়া হোক। বাড়ানো হোক নিরাপত্তা রক্ষী, সি সি ক্যামেরার সংখ্যা। এছাড়াও ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পরিকাঠামোগত কি কি উন্নয়ন প্রয়োজন সেদিকে নজর দিক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পড়ুয়াদের এই দাবি শোনার পরেই নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Doctors Protest at Bardhaman Medical college: আর জি করের আঁচ বর্ধমান মেডিক্যালে! ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নিরাপত্তার দাবি জেলাতেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement