RG Kar Doctor Murder Protest: পুজোর সরকারি অনুদানে 'না', উত্তরপাড়ার পর এবার বারাসতের এই বিখ্যাত ক্লাব
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
RG Kar Doctor Murder Protest: পুজোর কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এছাড়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে পুজোর আড়ম্বরে কাঁটছাট করা হয়েছে।
বারাসাত: উত্তরপাড়ার পর এবার বারাসত। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ-খুনের প্রতিবাদের দুর্গাপুজোর সরকারি আর্থিক সহায়তায় নিতে অস্বীকার করল বারাসত শহরের সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি পুজো কমিটি।
পুজোর কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে হয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এছাড়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে পুজোর আড়ম্বরে কাঁটছাট করা হয়েছে। থাকবে শুধু আরজি করের নির্যাতিতার প্রতি সহমর্মিতা। নিহত চিকিৎসকের স্মরণে এবার পুজোতে রক্তদান ও বস্ত্র বিতরণের মতো সমাজসেবামূলক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রোটিনের ‘পাওয়ারহাউজ’, মাছ-মাংসকে হার মানায় এই ডাল! ঝটপট ওজন কমায়-লিভারকে রাখে যত্নে
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় চলছে। কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে ১০০ ঘণ্টারও বেশি জেরা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হুগলির উত্তরপাড়ার তিন দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নিতে অস্বীকার করে। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। এর রেশ পুরোপুরি কাটার আগেই একই পথ হাঁটল বারাসতের সরোজিনী পল্লি উন্নয়ন সমিতি।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ট্রোক রুখতে মাস্টারস্ট্রোক! মারণরোগ থেকে বাঁচতে রোজকার জীবনে এই কাজগুলি এখনই বন্ধ করুন
রাজ্য সরকারের পুজোর অনুদান বাবদ ৮৫ হাজার টাকা নিতে অস্বীকার করেছে এই পুজো কমিটি। জানা গিয়েছে, বারাসতের এই ক্লাব কমিটি বেশ ধুমধাম করেই প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করে থাকে। এই বছর পুজো ৩৭ তম বর্ষ। পাড়ার সমস্ত লোকজন এক হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। চলে ভুড়িভোজও।
advertisement
কিন্তু, এই বছর তাঁর কোনওটাই হচ্ছে না। কেবল পুজোর রেওয়াজটুকু বজায় থাকবে মাত্র। এ বিষয়ে সমিতির সম্পাদক কার্তিক কর্মকার বলেন, ‘আরজি করের মহিলা চিকিৎসকের যে নারকীয় ঘটনা ঘটেছে তা মুখে বলতে শিউরে উঠতে হচ্ছে। কেউই অসহায় পরিবারকে বিচার দিতে পারেনি। তাই আমরা আর্থিক সহায়তা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Doctor Murder Protest: পুজোর সরকারি অনুদানে 'না', উত্তরপাড়ার পর এবার বারাসতের এই বিখ্যাত ক্লাব