West Bengal news: সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত রেলকর্মী, উধাও ১২ লক্ষ্য ৫০ হাজার টাকা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Cyber crime: পেনশনের টাকা জমিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। সেখানেই যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে মাথায় হাত পড়ে যায় তাদের। এবার পেনশন এর নামে ১২ লক্ষ টাকার প্রতারণা শিকার হতে হল পুরুলিয়ার এক ব্যক্তিকে।
পাড়া, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পেনশনের টাকা জমিয়ে প্রতারণার শিকার এক ব্যক্তি। সেখানেই যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে মাথায় হাত পড়ে যায় তাদের। এবার পেনশন এর নামে ১২ লক্ষ টাকার প্রতারণা শিকার হতে হল পুরুলিয়ার এক ব্যক্তিকে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
সুত্র মারফত জানা গিয়েছে, পেশায় অবসরপ্রাপ্ত রেলকর্মী মুসলিম আনসারি। বয়স আনুমানিক ৬০ বছর। পাড়া থানার দুবড়া এলাকায় তার বাড়ি। গত ৩০ আগষ্ট ২০২৫ তারিখে তিনি রেলওয়ে থেকে অবসর নেন। গত ৭ অক্টোবর তার কাছে ফোন আসে একটি অচেনা নম্বর থেকে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রেলের আধিকারিক বলে পরিচয় দেন। এবং তাকে বলেন তার পেনশন প্রক্রিয়া দ্রুত চালু করা হবে। তার জন্য বেশ কিছু কাগজপত্র যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি সেই ব্যক্তিকে বিশ্বাস করে প্রয়োজনীয় নথি ওই ব্যক্তিকে ফোনের মাধ্যমে দিয়ে দেন।
advertisement
advertisement
ঠিক তার পরের দিনই ধাপে ধাপে ওই ব্যক্তির একাউন্ট থেকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা উধাও হয়ে যায়। আর এতেই মাথায় হাত পড়ে যায় তার। এরপরই তিনি পুরুলিয়া সাইবার ক্রাইম থানার টোল ফ্রি নম্বরে ফোন করে বিষয়টি জানান। তারপর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
বারংবার দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার প্রতারকেরা। প্রায়শই এই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। প্রতারকরা বিভিন্ন ভাবে নিত্যনতুন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন নথি ও ব্যাংকের তথ্য নিয়ে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দিচ্ছে। আর এতেই বিপাকে পড়ে যাচ্ছেন তারা। এবার পুরুলিয়াতেও অবসরপ্রাপ্ত রেল কর্মী প্রতারণার শিকার হলেন। যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 8:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত রেলকর্মী, উধাও ১২ লক্ষ্য ৫০ হাজার টাকা