বেড়েছে সচেতনতা, এবার শারদোৎসবে শব্দবাজির দাপট দেখা গেল না বর্ধমানে
- Published by:Uddalak B
Last Updated:
শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলেছে পুজোর আগে। কয়েকটি জায়গা থেকে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। এসব কারণেই এবার শব্দবাজির দাপট তেমন ছিল না বললেই চলে।
#বর্ধমান: অবশেষে শব্দবাজিতে রাশ টানতে সফল হল বর্ধমানের বাসিন্দারা। কিছু কিছু গ্রামে শারদ উৎসবে শব্দ বাজির ব্যবহারের অভিযোগ এলেও বর্ধমান শহরে এবার শব্দ বাজির দাপট তেমন দেখা যায়নি। এজন্য শহরবাসীর সচেতনাতাকেই প্রাধান্য দিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তাঁরা বলছেন, এই শহরের বাসিন্দারা এখন শব্দ দূষণ কমাতে অনেক বেশি সচেতন। তাছাড়া শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলেছে পুজোর আগে। কয়েকটি জায়গা থেকে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। এসব কারণেই এবার শব্দবাজির দাপট তেমন ছিল না বললেই চলে।
অন্যান্য বার শব্দ বাজির দাপট দেখা যায় মহালয়ার আগের রাত থেকেই। মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী শুরুর সময় ব্যাপক সংখ্যায় শব্দ বাজির ব্যবহার নিয়ম মাফিক ব্যাপারে পরিণত হয়েছিল। কিন্তু এবার মহালয়ায় সেভাবে শব্দবাজি পোড়ানো হয়নি। পুজোর দিন গুলিতেও সেভাবে শব্দবাজির দাপট ছিল না বললেই চলে। শব্দবাজি সেভাবে ব্যবহার না হওয়ায় খুশি শান্তি প্রিয় সচেতন বাসিন্দারা।
advertisement
advertisement
শহরের বাসিন্দারা বলছেন, ছোটবেলায় পুজোর জামা কাপড়ের পাশাপাশি বাজি মজুত করার একটা বাড়তি আগ্রহ থাকত। কালিপটকা থেকে শুরু করে দোদমা, চকলেট বোম ছাড়া পুজো ভাবা যেত না। বন্দুক এবং ক্যাপ থাকতো সব শিশু কিশোরের কাছেই। এখন কিন্তু সেই চলটা আর নেই। এখন শিশুরা মোবাইল মুখী। ভিডিও গেম মোবাইল গেমে ব্যস্ত তারা। অনেকেই কার্টুন দেখে সময় কাটায়। বাজি তাদের সেভাবে টানে না। সে কারণে পাড়ার দোকানেও আর সেভাবে বাজির পসার লক্ষ্য করা যায়নি এ বার।
advertisement
জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত বছর শব্দ বাজি বিক্রির অভিযোগে বেশ কয়েকজন দোকানদারকে গ্রেফতার করা হয়েছিল। এ বারও পুজোর আগে শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলেছে। ঝক্কি এড়াতেই অনেক ব্যবসায়ী আর শব্দবাজি কারবার করছে না। সেসব কারণেই এবার শব্দবাজির ব্যবহার তেমন দেখা যায়নি। আতশবাজিও বিক্রি হয়েছে অনেক কম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গা পুজোর মতোই কালী পুজোকেও শব্দবাজি মুক্ত রাখতে জোর তৎপরতা চালানো হবে। কারণ কালী পুজোয় প্রচুর শব্দ বাজির ব্যবহার হয়।এবার যাতে দেদার শব্দবাজি বাসিন্দাদের হাতে না পৌঁছাতে পারে সেজন্য সতর্ক থাকা হবে। শব্দবাজি বিক্রি বন্ধে অভিযান চালানো হবে। তবে আশার কথা, বাসিন্দারা এখন অনেক সচেতন। সেই সচেতনতার হাত ধরেই শব্দ দানবকে বধ করা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 08, 2022 7:17 PM IST