Hooghly News: মানুষ কত নৃশংস! পেট্রোল পাম্পের শোভা বাড়াতে নির্বিচারে তিলে তিলে বড় করা বৃক্ষ নিধন কর্তৃপক্ষের

Last Updated:

পেট্রোল পাম্পের শোভা বাড়াতে ৩০ বছরের পুরাতন বট গাছ কেটে ফেলল কর্তৃপক্ষ

গাছ কাটার প্রতিবাদ
গাছ কাটার প্রতিবাদ
হুগলি: পেট্রোল পাম্পের সামনে গাছ থাকায় পেট্রল পাম্পের শোভা নষ্ট হচ্ছিল! তাই নির্বিচারে কোপ পড়েছে নিরীহ গাছের উপরে। নির্বিচারে কাটা হয়েছে গাছের বড় বড় গুড়ি। সেই গাছের গুড়ি দিয়ে পাম্পের রাস্তা বন্ধ করে গাছ কাটার প্রতিবাদে প্রতিবাদ পরিবেশপ্রেমী মানুষের। এমনই ঘটনায় শোরগোল তৈরি হয়েছে। ডানকুনি থানার ভাদুয়ার এলাকার একটি পেট্রোল পাম্প এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গরমের দিনে ওই গাছটির আশ্রয়েই রেহাই পেতেন পথ চলতি বহু মানুষ। দীর্ঘ ২০-৩০ বছর ধরে ওই বটগাছ ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের পাম্পের শোভা বৃদ্ধি করার জন্য সেই জায়গার গাছটিকে নির্বিচারে কেটে ফেলেছে। কিন্তু এই গাছ দাঁড়িয়ে রয়েছে পূর্ত দফতরের জায়গায়! সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূত হয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নির্বিচারে বৃক্ষ নিধন করে চলেছে।
advertisement
advertisement
ঘটনার প্রতিবাদ করতে স্থানীয় এক পরিবেশ প্রেমী মানুষ এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা কাটা গাছের গুড়ি নিয়ে পাম্পের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ওই জায়গা থেকে অবরোধ ওঠে স্থানীয়দের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা তিনি বলেন, “দীর্ঘ ২০-৩০ বছর ধরে ওই বটগাছটিকে স্থানীয় মানুষরাই লালন পালন করে বড় করেছেন। গরমের দিনে এই গাছ এলাকার মানুষদের আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে গাছটিকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে দেখে তারা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে ভয় দেখানো হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদের সঙ্গে অভাব্য আচরণ করেন। তারপরেই তারা প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে গাছের কাটা গুড়ি রেখে প্রতিবাদ জানাতে থাকেন।”
advertisement
পুলিশ সূত্রে খবর, গাছ কাটার জন্য একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কাটা গাছের গুড়িগুলি।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মানুষ কত নৃশংস! পেট্রোল পাম্পের শোভা বাড়াতে নির্বিচারে তিলে তিলে বড় করা বৃক্ষ নিধন কর্তৃপক্ষের
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement