North 24 Parganas News: পাহাড়ের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল সুন্দরবন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: হ্যাম রেডিও'র প্রচেষ্টায় দার্জিলিং জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের মাধ্যমে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন।
বসিরহাট: পাহাড়ের যুবককে ঘরে ফেরাল সুন্দরবন। দীর্ঘ কয়েকদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর ২০ এর মানসিক ভারসাম্যহীন যুবক কৃষ্ণা বল। কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হয়নি। এভাবে পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বরুণহাট এলাকায়।
বেশ কয়েকদিন ধরেই ওই যুবককে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। এরপর এলাকার বেশ কয়েকজন ওই ব্যক্তির থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ি কার্শিয়াং-এর মাটোকো মায়া গ্রামে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে হিঙ্গলগঞ্জের বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয় হ্যাম রেডিও’র সঙ্গে।
advertisement
অবশেষে হ্যাম রেডিও’র প্রচেষ্টায় দার্জিলিং জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের মাধ্যমে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মধ্যমে কথা বলেন। এদিন দার্জিলিং থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।উল্লেখ্য আহ্লাদী ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত ঘোষের উদ্যোগে এখনওপর্যন্ত ১৮৩ জন নিখোঁজ মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 10:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পাহাড়ের মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরাল সুন্দরবন