Jhargram News: ভাল ফসল, পর্যাপ্ত বৃষ্টির আশায় জঙ্গলমহলে পুজো হয় পাহাড় দেবতার
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসি সম্প্রদায়ের মানুষ। এবছর বেলপাহাড়ির কানাইসর পাহাড় পুজোয় পর্যটকের ঢল, লক্ষাধিক পর্যটকের আগমন।
তন্ময় নন্দী ঝাড়গ্রাম: ফসল যেন ভাল হয়, তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষেরা। পুজোতে লাগে না বিস্তর আয়োজন, বাড়ির আম, কাঁঠাল, জাম নিবেদন করেই পাহাড় দেবতার আরাধনা করা হয়। অনেক ক্ষেত্রে পাঁঠা, হাঁস-মুরগি বলির চল রয়েছে। আর তার জেরে ঝাড়গ্রামে পর্যটকদের ঢল নেমেছে। পাহাড় পুজো দেখতে উপচে পড়েছে ভিড়। স্থানীয় বাসিন্দা, মিলন কুমার পাত্র জানান ‘এখানকার চাষিদের একটাই উদ্দেশ্য যাতে ভাল চাষবাস হয়, ভাল বৃষ্টি হয়, ভাল ফসল হয় এ জন্য পাহাড় দেবতার পুজো করা হয়।’
স্থানীয় সূত্রে জানা যায় বহু বছর আগে এলাকায় প্রবল বন্যায় ঘরবাড়ি, গরামথান বা গ্রাম রক্ষার দেবতা সমস্ত কিছু ভেসে গিয়েছিল। পাহাড়ের পার্শ্ববর্তী ঢেঙাম গ্রামের বাসিন্দারা সেই সময় পাশাপাশি অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে সভা করে গ্রাম রক্ষার দেবতাকে এই পাহাড়ে প্রতিষ্ঠিত করেন।
সেই সময় থেকেই এই পাহাড়ে ঢেঙাম গ্রামের মাহালি সম্প্রদায় এই পুজো করে আসছেন। ভিন জেলা থেকে আগত পর্যটক সাগেন মান্ডি বলেন ‘এটা প্রকৃতির পুজো, বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন পুজো দেখতে। দুই দিন ধরে অনুষ্ঠিত হয় মেলা।’
advertisement
advertisement
প্রথম দিন হয় কানাইসর পাহাড়ে মেলা , অপর দিন পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের বারাঘাটে বসে মেলা। চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। অম্বুবাচির পর থেকে বেলপাহাড়িতে শনিবার ধরে পাহাড়ের পুজো হয়। আষাঢ় মাসের দ্বিতীয় শনিবার গাড়রাসিনীর পাহাড়, আর তৃতীয় শনিবার কানাইসর পাহাড়ের পুজো হয়।
advertisement
আর শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার শিলদা, শেষ শনিবার হাতিমারায় পুজো হবে। নিয়ম করে প্রতিবছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রাকেশ দে জানান ‘প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে একটু বেশি ভিড় হয়। জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষেরা সারা রাত ধরে ধামসা মাদলের ছন্দে নৃত্য করেন।’ এই উৎসবকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠেন বাংলা বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সহ গোটা রাঢ বঙ্গ। পাহাড় পুজো এখন উৎসবে পরিণত হয়েছে।
advertisement
পাহাড় পুজোয় কেবলমাত্র আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষজন নয়, বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন। এখানকার অধিবাসীদের মতে আদিম যুগ থেকে মানুষ পাথর-বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পুজো করে আসছে। তাঁদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভালো বৃষ্টি হবে। বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2025 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ভাল ফসল, পর্যাপ্ত বৃষ্টির আশায় জঙ্গলমহলে পুজো হয় পাহাড় দেবতার









