Jhargram News: জানালা ভেঙে খেল ধান! ক্লাবে ঢুকে তাণ্ডব, হামলা চালাল দাঁতাল ‘রামলাল’

Last Updated:

গৃহস্থের বাড়ি ছেড়ে এবার ক্লাবে হানা রামলালের। ক্লাবে ঢুকে রীতিমতো তাণ্ডব জঙ্গলমহলের জনপ্রীয় হাতি রামলালের। জানালা ভেঙ্গে ধান খেল ধান

+
হাতির

হাতির ধান খাওয়ার ছবি 

ঝাড়গ্রাম: গৃহস্থের বাড়ি ছেড়ে এবার ক্লাবে হানা রামলালের। ক্লাবে ঢুকে রীতিমত তাণ্ডব জঙ্গলমহলের জনপ্রিয় হাতি রামলালের। জানালা ভেঙে খেল ধান। সকাল হলেই কখন যে হাতি আসবে তার আশঙ্কায় ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের। রবিবারের পর সোমবারও রীতিমত তাণ্ডব।
সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে সে। যার জেরে আটকে বাস, পণ্যবাহী লরি। সকাল থেকেই রামলালকে দেখতে ভিড় জমতে শুরু করে আশপাশের মানুষজনের। অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দি করেন তার কাণ্ডকারখানা। রামলালকে ঘিরে চাঞ্চল্য ছড়ালেও আতঙ্কের বদলে কৌতূহলই ছিল বেশি।
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
রবিবার দাঁতাল হাতি ‘রামলাল’-এর তাণ্ডবে সাঁকরাইল জুড়ে আতঙ্ক, সাঁকরাইলের দক্ষিণ দাঁড়িয়া এলাকায় দাপিয়ে বেড়াল দাতাল হাতি ‘রামলাল’। হরিপুরা, পাথরপাড়া, দক্ষিণ দাঁড়িয়ে একের পর এক এলাকায় তাণ্ডব চালিয়ে আতঙ্ক ছড়ায় সে।
advertisement
advertisement
সকাল থেকে রাস্তার উপর দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে বাস আটকে রাখে রামলাল। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত পড়ে। এরপর খাবারের খোঁজে ঢুকে পড়ে দক্ষিণ দাঁড়িয়া এলাকার একটি ক্লাব ঘরে। জানালা ভেঙে ক্লাবের ভিতরে থাকা ধান খেয়ে নেয় সে। বর্তমানে সে ভিডিও ভাইরাল।
advertisement
স্থানীয় এক বাসিন্দা জানান আমরা ধান চাষ করি আর ধান খায় হাতি, বনদফতর থেকে আবেদনপত্র দেওয়া হয় কিন্তু মেলে না ক্ষতিপূরণ। কখনও স্কুলে, কখনও ক্লাবে, কখনও বাড়িতে হানা দিচ্ছে হাতি ফলে রাতে বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে। অভিযোগ, আতঙ্কের মধ্য দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। হাতির প্রতি প্রশাসনের কোনও নজর নেই।
advertisement
এলাকার বাসিন্দারা জানান, ‘‘রামলাল শান্তভাবে চারদিক ঘুরে ঘুরে খাবার খুঁজছিল, কিন্তু ক্লাব ঘরে ঢোকার পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। জানালা ও আসবাবপত্রে ভাঙচুর চালিয়েছে।’’ বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। রামলালকে জঙ্গলে ফেরানোর চেষ্টার পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
advertisement
তন্ময় নন্দী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জানালা ভেঙে খেল ধান! ক্লাবে ঢুকে তাণ্ডব, হামলা চালাল দাঁতাল ‘রামলাল’
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement