Wooden Bridge: কাঠের সেতুতে মরণ ফাঁদ! প্রাণ হাতে করে যাতায়াত জয়নগরে

Last Updated:

Wooden Bridge: জীবনের ঝুঁকি নিয়ে বেহাল কাঠের সেতু দিয়ে দিনের পর দিন যাতায়াত করতে হাওয়ায় জয়নগরের স্থানীয় বাসিন্দারা যেমন আতঙ্কিত তেমনই ক্ষুব্ধ

+
 কাঠের

 কাঠের সেতুটি বেহাল দশা 

দক্ষিণ ২৪ পরগনা: বেহাল কাঠের সেতু চলাচলের উপযুক্ত নয়। তবু বাধ্য হয়ে সেই সেতুর উপর দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করছে জয়নগরের সাধারণ মানুষ থেকে পড়ুয়া সকলে। স্থানীয়দের অভিযোগ প্রতিবারে ভোট আসে, ভোট যায়। কিন্তু মানুষের যন্ত্রণার শেষ হয় না। ভোটের সময় মেলে প্রতিশ্রুতি। কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কোনও কাজ হয় না।
জীবনের ঝুঁকি নিয়ে বেহাল কাঠের সেতু দিয়ে দিনের পর দিন যাতায়াত করতে হাওয়ায় জয়নগরের স্থানীয় বাসিন্দারা যেমন আতঙ্কিত তেমনই ক্ষুব্ধ। যে কোনওদিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। জয়নগর-২ ব্লকের মায়াহাউড়ি এলাকায় হাতচাপড়ি গ্ৰামে হাতচাপড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের উপর কাঠের ভগ্নপ্রায় সেতুটি কংক্রিটের তৈরি করার দাবি তোলা হয়েছে।
advertisement
advertisement
এই সেতুর একদিকে এক নম্বর ব্লকের মায়াহাউড়ি গ্রামের খাল বয়ে গিয়েছে, আর খালের ওপারে প্রাথমিক বিদ্যালয়। মায়াহাউড়ি গ্রামপঞ্চায়েতের এই সেতুটি হাতচাপড়ি গ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে গ্রামের পড়ুয়াসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুটির এখন একেবারে ভগ্নপ্রায় দশা। কাঠ ভেঙে গিয়েছে। মাঝে মধ্যে তৈরি হয়েছে বড় ফাটল। দিনের বেলায় কোনওরকমে যাতায়াত করা গেলেও রাতের অন্ধকারে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেকে ঘুরপথে যাতায়াত করছেন। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা একযোগে সেতুটি সংস্কারের দাবি তুলেছেন। যদিও তাঁদের সেই দাবি কতটা রক্ষা পাবে তা নিয়ে সংশয় আছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wooden Bridge: কাঠের সেতুতে মরণ ফাঁদ! প্রাণ হাতে করে যাতায়াত জয়নগরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement