ছেলে-মেয়েদের বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, সকলে বলছেন অভিশপ্ত এলাকা, কারণ জানলে শিউরে উঠবেন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Paschim Bardhman News: দুর্গাপুরের সুকান্ত পল্লীর বেহাল রাস্তা জনজীবন দুর্বিষহ করে তুলেছে। রাস্তা ভাঙায় বিয়ে ভাঙছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না।
দুর্গাপুর: দুর্গাপুর পুরসভা এলাকায় রাস্তা বেহাল হওয়ায় এলাকার যুবক থেকে যুবতীদের বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় খাটিয়ায় করে রোগী নিয়ে যেতে হচ্ছে। এমনই দুর্ভোগ ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন দুর্গাপুর ৪৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী পূর্ব ক্যানেল পাড়ের বাসিন্দারা বলে অভিযোগ। প্রায় দু’বছর ধরে দুর্ভোগ সহ দুর্ঘটনার শিকার হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
তাঁদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার করে ভোগান্তি থেকে এলাকাবাসীকে রেহাই দিতে হবে পুরসভাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজ থেকে বর্ধমান সেচ ক্যানেলটি ওই ওয়ার্ডের পাশ দিয়ে গিয়েছে। ওই ক্যানেলের পাড়ে গড়ে উঠেছে সুকান্ত পল্লীর পূর্ব ক্যানেল পাড় এলাকা। বাম আমলে ক্যানেলের পাড় ধরে কংক্রিটের রাস্তা নির্মাণ করা হয়েছিল।
আরও পড়ুন: শুধু বীরভূম নয় এই বাংলাতেই রয়েছে অন্য একটি উষ্ণ প্রস্রবণ, কোথায় জানেন? পড়ুন
শ্যামপুর মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি সুকান্ত পল্লী হয়ে আনন্দপুর এলাকায় গিয়েছে, রাস্তার একটি অংশে প্রায় ১৫ ফুট কংক্রিটের রাস্তা ধসে পড়েছে। প্রায় দু’বছর আগেও একবার ধসে গিয়েছিল। পুরসভা রাস্তাটি সংস্কার করে দিতেই ওই বছরই বর্ষায় ফের ধসে যায়। প্রায় দু’বছর ধরে বিপদজনক ভাঙা অংশটি দিয়ে বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়ে বহু মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর ব্যারেজে দামোদর নদের জলাধারের গলদা চিংড়ির আজ অস্তিত্ব সংকটে
স্থানীয় বাসিন্দা পার্বতী মুখোপাধ্যায় বলেন, যানবাহন যাতায়াত একেবারে বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে দুই মেয়ে আছে। বিয়ের সম্বন্ধ আসছে। কিন্তু রাস্তাঘাট দেখে ভেঙে যাচ্ছে বিয়ে। দ্রুত রাস্তাটি মেরামতি না করলে এলাকায় যে কোনও অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। এলাকায় প্রায় ৩০০ পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে এলাকার এই প্রধান রাস্তাটি ভেঙে পড়ে আছে। বিকল্প কোনও রাস্তা নেই। এলাকার শেষে একটি রাস্তা আছে যেটা প্রায় ১০ কিলোমিটার ঘুর পথে যেতে হয়। পুরসভার প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ওই রাস্তাটি আগেও সংস্কার করা হয়েছিল ধসে যাওয়া অংশটি সংস্কার করার জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। বর্ষাকালের পরেই সংস্কারের কাজ শুরু করা হবে।
advertisement
দীপিকা সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 9:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছেলে-মেয়েদের বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, সকলে বলছেন অভিশপ্ত এলাকা, কারণ জানলে শিউরে উঠবেন

 
              