শুধু বীরভূম নয় এই বাংলাতেই রয়েছে অন্য একটি উষ্ণ প্রস্রবণ, কোথায় জানেন? পড়ুন

Last Updated:

বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ অনেকে গিয়েছে, কিন্তু জানেন কি,বক্রেশ্বর ছাড়াও এই বাংলাতেই রয়েছে আর একটি উষ্ণ প্রস্রবণ

+
উষ্ণ

উষ্ণ প্রস্রবণ

আসানসোল: দিঘা, পুরী, মন্দারমণি ঘুরে ঘুরে ক্লান্ত? এবার আপনার জন্য রইল এক্কেবারে নতুন একটা জায়গার সন্ধান। বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ অনেকে গিয়েছে, কিন্তু জানেন কি,বক্রেশ্বর ছাড়াও এই বাংলাতেই রয়েছে অন্য একটি উষ্ণ প্রস্রবণ।
অনেকেই সপ্তাহের শেষে ছুটির দিনে বেরিয়ে পড়েন ঘুরতে। কখনও পরিবারের সঙ্গে আবার কখনও  বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। এবার ছুটির দিনে ঘুরে আসতে পারেন আসানসোলের এই জায়গা থেকে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল হচ্ছে কয়লা ও ইস্পাত শিল্প শহর। কিন্তু এই শহরের কাছেই রয়েছে উষ্ণ প্রস্রবণ।
এক পর্যটক বলেন, তাঁরা প্রায়শই এখানে ঘুরতে আসেন। সবুজ গাছে ঘেরা প্রকৃতির মনোরম পরিবেশে এই উষ্ণ প্রস্রবণে বন্ধুদের নিয়ে সময় কাটাতে ভালই লাগে। গ্রীষ্মের পাশাপাশি এখানে শীতেও ভিড়  হয়। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে যে-কোনও ট্রেন বা বাসে চেপে আসানসোল। এর পর আসানসোল বাস স্ট্যান্ড থেকে মিনি বাস ধরতে হবে বারাবনি থানার অন্তর্গত দোমহানি রুটের। দোমহানিতে নেমে টোটো করে যেতে হবে পানিফলা।
advertisement
advertisement
আবার কেউ যদি আসানসোল বাস স্ট্যান্ড থেকে পাঁচগেছিয়া- লালগঞ্জ রুটের বাস ধরেন, তাঁকে  নামতে হবে লালগঞ্জে। এর পরে টোটো করে যেতে পারবেন নিরালা উষ্ণ প্রস্রবণ। অথবা কেউ যদি গাড়িতে করে আসতে চান তাহলে দোমহানি কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্র দিয়ে সোজা যেতে পারেন পানিফলা। এখানেই রয়েছে নিরালা উষ্ণ প্রস্রবণ।
রিন্টু পাঁজা 
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুধু বীরভূম নয় এই বাংলাতেই রয়েছে অন্য একটি উষ্ণ প্রস্রবণ, কোথায় জানেন? পড়ুন
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement