Bangla News: রাস্তার উপরেই ধান বীজ রোপন, বর্ষা নামতেই যা করলেন বাসিন্দারা...! জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

Bangla News: এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে রাস্তার উপর ধান বীজ রোপন করে নতুন রাস্তা তৈরির দাবি জানাচ্ছেন তাঁরা। 

বর্ষা নামতেই কোথায় ধান রুইলেন বাসিন্দারা! জানলে চোখ কপালে উঠবে
বর্ষা নামতেই কোথায় ধান রুইলেন বাসিন্দারা! জানলে চোখ কপালে উঠবে
পূর্ব বর্ধমান: বার বার আবেদন নিবেদনেও কাজ হয়নি। এবার রাস্তার মাঝে ধান বীজ রোপন করে নতুন রাস্তা তৈরির দাবি জানালেন বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার কাঁচা রাস্তার একেবারে বেহাল দশা। অবিলম্বে সেই রাস্তা সারাইয়ের দাবি তুললেন বাসিন্দারা। তাদের এই উদ্যোগের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। অবিলম্বে রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি।
রাস্তাজুড়ে খানাখন্দের মিছিল। জল জমে পুকুর হয়ে রয়েছে। এই বর্ষায় তা আরও বেহাল হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে রাস্তার উপর ধান বীজ রোপন করে নতুন রাস্তা তৈরির দাবি জানাচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
খোরকোল সেতু থেকে শাঁখারী পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার ওপর রয়েছে স্কুল, গ্রাম পঞ্চায়েত, ব্যাঙ্ক। নানান কাজে প্রতিনিয়ত এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করেন পলাশডাঙ্গা, কুঞ্চনগর-সহ একাধিক গ্রামের সাধারণ মানুষ।
কাঁচা রাস্তা পার করে কোনওরকমে বিদ্যালয়ে যেতে হয় ছাত্র-ছাত্রীদের। পাশাপাশি ছোট-বড় যানবাহন নিয়ে রাস্তার ওপর দিয়ে যেতে গিয়ে ঘটছে বিপত্তি। রোজই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। এলাকার মানুষের দাবি, দ্রুত প্রশাসন কাঁচা রাস্তাটি মেরামত করে নতুন রাস্তা তৈরি করলে তবেই সমস্যা মিটবে।
advertisement
এ বিষয়ে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাইফুদ্দিন চৌধুরী জানান, খোরকোল সেতু থেকে শাঁখারি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা অধিকাংশ টাই কোথাও পিচ আবার কোথাও ঢালাই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তিন কিলোমিটার রাস্তার মধ্যে দুটি জায়গা মিলিয়ে আনুমানিক ৬০০ মিটার রাস্তা এখনও পর্যন্ত কাঁচা রয়েছে। সেই জায়গাগুলোতে বর্ষায় জল জমে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা দ্রুত কাঁচা রাস্তাটি মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করে তুলব।তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি ওই রাস্তার কাঁচা অংশগুলি নতুন ঢালাই রাস্তা তৈরি করে দেওয়া হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রাস্তার উপরেই ধান বীজ রোপন, বর্ষা নামতেই যা করলেন বাসিন্দারা...! জানলে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement