Residential Home: বিপথগামী শৈশবকে মূল স্রোতে ফেরাবে বেসরকারি হোম

Last Updated:

Residential Home: রাজ্যে প্রথম এই প্রচেষ্টা শুরু হল। যারা শিশু অবস্থায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তাদের মূল স্রোতে ফেরাতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে

+
বৃত্তিমূল

বৃত্তিমূল ক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনীর ছবি

হুগলি: শিশু অবস্থায় যারা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, তাদের জীবনের মূল স্রোতে ফেরাতে অভিনব উদ্যোগ। এই সকল শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করল মগরা দীগসুই-এর একটি আবাসিক হোম। রাজ্য শিশু সুরক্ষা কমিটির সহযোগীতায় এই প্রশিক্ষণ চলবে। জুটের ব্যাগ, রাখি সহ নানা ধরনের জিনিস তৈরি হাতে-কলমে শেখানো হবে। এই বৃত্তিমূলক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস। হাজির ছিলেন কমিশনের সদস্য সদস্য অনন্যা চক্রবর্তী।
এই হোমের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস বলেন, এটা যথোপযুক্ত উদ্যোগ। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার আয়োগ চেষ্টাই করেচলেছে সব শিশুর শৈশব সুরক্ষিত রাখতে। তারা যাতে ঠিক মত বড় হতে পারে তার জন্য আমরা অঙ্গিকারবদ্ধ। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ওই শিশুরা জীবনে কোন পথে এগিয়ে যাবেন তার দিশা এই সময় থেকেই দিতে হবে বলে তিনি জানান।
advertisement
advertisement
হোমের কর্ণধার সৌমেন প্রামানিক বলেন, রাজ্যে প্রথম এই প্রচেষ্টা শুরু হল। যারা শিশু অবস্থায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তাদের মূল স্রোতে ফেরাতে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে গ্রামের মহিলারা এই কাজ করে সফল হয়েছেন। সেই সাফল্য দেখে জেলা শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে যাদের প্রয়োজন আছে তাদের পাঠাচ্ছে, আমরা সব রকম সাহায্য করছি। আাবসিকরা পরিবেশ সচেতনতায় নৃত্য নাট্য পরিবেশন করেন। অনুষ্ঠান শুরুর আগে বৃক্ষরোপন করা হয়।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Residential Home: বিপথগামী শৈশবকে মূল স্রোতে ফেরাবে বেসরকারি হোম
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement