North 24 Parganas News: সুন্দরবনের নদীবাঁধ বাঁচাতে তালগাছ রোপনের বার্তা গবেষকের
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
তালগাছ রোপণের মাধ্যমে একাধিক সমস্যা একসাথে সমাধান সম্ভব। বিশেষ করে নদীবাঁধের পাশ দিয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা বাঁধের আয়ু বাড়াবে জানাচ্ছেন গবেষক।
উত্তর ২৪ পরগণা: সুন্দরবনের নদীবাঁধ বাঁচাতে তালগাছ লাগানোর বার্তা গবেষকের। সুন্দরবনের ভাঙনরোধ ও বজ্রপাত প্রতিরোধে কার্যকরী হতে পারে তালগাছ। এই বার্তা দিলেন সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মন্ডল। তিনি বলেন, “তালগাছ বজ্রপাত কমাতে যেমন কার্যকর, তেমনই নদীবাঁধ সংরক্ষণেও সহায়ক।” সুন্দরবনের নদী বাঁধ প্রতি বছর বর্ষায় ভেঙে পড়ে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীরা।
বিশেষ করে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন এলাকায় নদীবাঁধ ভাঙনের ঘটনা প্রায় নিত্যদিনের। রায়মঙ্গল, বিদ্যাধরী, ইছামতী, কলাগাছি, মাতলা ও অন্যান্য নদীর পাড়ে অব্যাহত ভূমিক্ষয় হয়। নদীর জোয়ারের জল বাঁধ ভেঙে ঢুকে পড়ে গ্রামে, ক্ষতি হয় ঘরবাড়ি ও ফসলের। বছরের পর বছর ধরে এই সমস্যা থেকে মুক্তি মেলেনি। বাঁধ নির্মাণের পরও ভাঙন রোধ করা যাচ্ছে না সম্পূর্ণভাবে। এই পরিস্থিতিতে তালগাছকে অন্যতম সমাধান হিসেবে তুলে ধরেছেন গবেষক অনিমেষ মন্ডল।
advertisement
advertisement
তাঁর মতে, তালগাছের শিকড় গভীরে প্রবেশ করে এবং মাটি শক্ত করে তোলে। এতে নদীর পাড়ের বাঁধ মজবুত হয় ও সহজে ভাঙে না। তালগাছ ভূমিক্ষয় রোধেও কার্যকর প্রমাণিত হয়েছে বিভিন্ন এলাকায়। এছাড়াও বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তালগাছ উচ্চতা ও কাঠামোর জন্য বিদ্যুৎ প্রবাহ সরাসরি নিজের দিকে টানে, এতে মানুষ নিরাপদ থাকে। এই কারণে অতীতে বহু গ্রামে বাড়ির পাশে তালগাছ লাগানো হতো। কিন্তু বর্তমানে তালগাছ রোপণ প্রায় হারিয়ে যেতে বসেছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
গবেষকের দাবি, তালগাছ রোপণের মাধ্যমে একাধিক সমস্যা একসঙ্গে সমাধান সম্ভব। এই উদ্যোগ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকাও বাঁচাতে পারে। বিশেষ করে নদীবাঁধের পাশ দিয়ে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা বাঁধের আয়ু বাড়াবে। সরকারের পাশাপাশি স্থানীয় মানুষদের সচেতন করে অংশগ্রহণ বাড়াতে হবে। তালগাছের চারা বিতরণ করা, স্কুল ও গ্রামে রোপণ অভিযান চালানো যেতে পারে। তালগাছের গুরুত্ব বুঝে নতুন করে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ডাক দিয়েছেন গবেষক অনিমেষ মন্ডল।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সুন্দরবনের নদীবাঁধ বাঁচাতে তালগাছ রোপনের বার্তা গবেষকের