সোমবার থেকে শুরু কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর মেরামতির কাজ
Last Updated:
কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডার বিপত্তির খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা।
# কল্যাণী: কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুর গার্ডার বিপত্তির খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা। সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কাল থেকে মেরামতি শুরুর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার ভোরে কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতুতে ধরা পড়ে ফাটল। কল্যাণী থেকে সেতুর বাঁদিকে ২ ও ৩ নম্বর পিলারের মাঝে, গার্ডারে ধরা পড়ে বিপত্তি। তার জেরেই সুতোর মতো ঝুলছে সেতু। পরিস্থিতি এতটাই সঙিন যে এবার পথচারীদের চলাচলেও নিষেধাঞ্জা জারি করল প্রশাসন।
কী কারণে মাত্র সাতাশ বছরের সেতু এমন ক্ষতিগ্রস্ত হল? জানতে শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সমস্যা ধরা পড়তেই রবিবার ঘটনাস্থলে যান পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা। শুরু হয়েছে ব্রিজের কোথায় সমস্যা তা খতিয়ে দেখার পালা।
advertisement
advertisement
- রবিবার সেতুর পরিস্থিতি খতিয়ে দেখেন পিডব্লুডি-র ইঞ্জিনিয়াররা
- সেতুর ২ ও ৩ নং পিলারের ওপরের অংশ খতিয়ে দেখা হয়
- খতিয়ে দেখা হয় ওই দুই পিলারের নীচের অংশও
- ল্যাডার দিয়ে ব্রিচের নীচে নেমে পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা
advertisement
অনির্দিষ্ট কালের জন্য যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী ৷ ইতিমধ্যেই নদিয়া ও হুগলি পুলিশ ঘটনাস্থলে রয়েছে ৷ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার ভোর ৪ টে নাগাদ ৷ সেতু ৫ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নেমে গিয়েছে দেখতে পেয়ে পথচলতি মানুষ টোল প্লাজার কর্মীদের জানায় ৷ এরপর টোল প্লাজার কর্মীরা উর্ধ্বতন কর্মীদের জানায় ৷ ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷
advertisement
সোমবার থেকে মেরামতি শুরুর ব্যাপারে আশাবাদী ইঞ্জিনিয়াররা। গঙ্গার দু’পারে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার সঙ্গে এতদিন দ্রুত যোগাযোগ রাখা যেত ঈশ্বর গুপ্ত সেতুর মাধ্যমে। কিন্তু, এখন, অনেকটা রাস্তা ঘুরে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু বা বালির সেতু দিয়ে গঙ্গা পারাপার করতে হচ্ছে। ফলে, ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2016 6:20 PM IST