হারিয়ে যেতে বসা 'সহরাই' চিত্রের ছোটদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রখ্যাত চালচিত্র শিল্পী রেবা পাল
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
নদিয়ার হারিয়ে যেতে বসা সহরাই চিত্রের পুনরুদ্ধারে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই ঐতিহ্যবাহী আদিবাসী শিল্পরূপকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুরু হয়েছে দশদিন ব্যাপী সহরাই চিত্র কর্মশালা
মৈনাক দেবনাথ, চাঁদপুর: নদিয়ায় সহরাই চিত্রের পুনরুজ্জীবনে চালচিত্র শিল্পী রেবা পালের অগ্রণী ভূমিকা। নদিয়ার হারিয়ে যেতে বসা সহরাই চিত্রের পুনরুদ্ধারে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই ঐতিহ্যবাহী আদিবাসী শিল্পরূপকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুরু হয়েছে দশদিন ব্যাপী \”সহরাই চিত্র কর্মশালা\”। দিশারী সংস্থার উদ্যোগে চাঁদপুর আদিবাসী গ্রামে আয়োজিত এই কর্মশালায় শহর ও গ্রাম—দুই অঞ্চলের শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শহরের শিশু শিল্পীদের আগ্রহ দেখে, তাদের সুবিধার্থে দিশারী আশ্রমে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি, যেসব শিক্ষার্থী চাঁদপুরে সরাসরি অংশগ্রহণ করতে চান, তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছে।
এই কর্মশালার বিশেষ আকর্ষণ ছিলেন প্রখ্যাত চালচিত্র শিল্পী রেবা পাল। তিনি নিজে দীর্ঘদিন ধরে নদিয়ার চালচিত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এদিনের এই কর্মশালায় উপস্থিত থেকে তিনি অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানান এবং বলেন, “এই লুপ্তপ্রায় শিল্পকে জনসম্মুখে তুলে ধরতেই হবে। এটা আমাদের দায়িত্ব।” তিনি হাতে-কলমে দেখান কীভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরি হয় এবং তা ব্যবহারের পদ্ধতি। সহরাই ও চালচিত্র শিল্পের মধ্যকার সাদৃশ্য ও পার্থক্যও তিনি অত্যন্ত সহজভাবে তুলে ধরেন।
advertisement
advertisement
রেবা পাল জানান, সহরাই চিত্রে তার দারুণ আগ্রহ জন্মেছে কারণ এটি একই সঙ্গে দেওয়ালচিত্র, আধ্যাত্মিকতা ও সামাজিক উৎসবের এক অপূর্ব সংমিশ্রণ। দিশারীর এই উদ্যোগকে তিনি আন্তরিকভাবে সমর্থন জানান এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।
দিশারীর পক্ষ থেকে জানান হয়েছে, আমাদের লক্ষ্য একদিন নদিয়ার আদিবাসী গ্রামের প্রতিটি দেওয়ালে সহরাই চিত্রের ছোঁয়া এনে দেওয়া—যেমনটা আমরা বাংলার অন্যান্য প্রান্তে দেখি। এই শিল্পরূপ শুধু আঁকার বিষয় নয়, এটি এক সাংস্কৃতিক পরিচয়, যা আমাদের অতীতের সঙ্গে ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে তোলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 30, 2025 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হারিয়ে যেতে বসা 'সহরাই' চিত্রের ছোটদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রখ্যাত চালচিত্র শিল্পী রেবা পাল









