ছোটদের হাত ধরে এলেন বড়রাও, উপচে পড়া ভিড় বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে

Last Updated:

Bardhaman- আলিপুর চিড়িয়াখানার মতো বিশালতা নেই। তবু অনেক কিছু রয়েছে বর্ধমানের এই মিনি জু তে। গাছ গাছালিতে ভরা রমনাবাগানে এই বন্যপ্রাণীদের দেখতে দেখতে কয়েক ঘন্টা পলকে কেটে যাবে।

News18
News18
বর্ধমান: ইংরেজি বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে। ছোটদের পাশাপাশি এলেন বড়রাও। শুধু বর্ধমানের বাসিন্দারাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন দর্শকরা। বিভিন্ন স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল পড়ুয়াদের। বেলা যত বেড়েছে ততই দর্শকদের ভিড় বেড়েছে বর্ধমানের এই মিনি জু-তে।
দিনে দিনে আকর্ষণ অনেকটাই বেড়েছে বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যের। বেড়েছে এনক্লোজারের সংখ্যা। তার সঙ্গে বেড়েছে পশুপাখির সংখ্যাও। অভয়ারণ্যের ভেতরে পা দিতেই রয়েছে চিতা বাঘের এনক্লোজার। শীতের মিঠে রোদ পোহাতে দেখা গেল চিতা বাঘদের। এরপরই রয়েছে ভালুকের এনক্লোজার। এপ্রান্ত সে প্রান্ত ঘুরতে ব্যস্ত ভালুক।
আরও পড়ুন- ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই দিঘার হোটেলে ঘটল ভয়ঙ্কর ঘটনা! আওয়াজ আসছিল ঘর থেকে
রমনাবাগান অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে কুমীর। বিশাল এলাকা জুড়ে সাজানো কুমারের এনক্লোজার। চারটি কুমীরকে ডাঙায় উঠে রোদ পোহাতে দেখা গেল। কুমীর দেখতে কচি কাঁচাদের উৎসাহ ছিল দেখার মতো। রয়েছে বিভিন্ন প্রজাতির হনুমান। তাদের কাছে গিয়ে মজা নিতে দেখা গেল শিশুদের। রয়েছে এমু, ময়ূর, টিয়া, শামুখখোল সহ বিভিন্ন রকমের পাখি। প্যাঁচার জন্য রয়েছে আলাদা এনক্লোজার। রয়েছে শেয়াল। এছাড়া রয়েছে প্রচুর সংখ্যক হরিণ। তাদের খাবার খাওয়া, দল বেঁধে ঘুরে বেড়ানোর দৃশ্য উপভোগ করেছেন অনেকেই।
advertisement
advertisement
আলিপুর চিড়িয়াখানার মতো বিশালতা নেই। তবু অনেক কিছু রয়েছে বর্ধমানের এই মিনি জু তে। গাছ গাছালিতে ভরা রমনাবাগানে এই বন্যপ্রাণীদের দেখতে দেখতে কয়েক ঘন্টা পলকে কেটে যাবে। হেঁটে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য রয়েছে বাঁশের মাচা সহ সুন্দর ছাউনি। পশুপাখি দেখার পাশাপাশি সেলফি উঠলো দেদার।
আরও পড়ুন- গুমা বাজারে খাঁচায় বন্দি টিয়াপাখিগুলি কারা কিনছিল? কী করতে? হাতেনাতে ধরল অফিসার
বন দফতরের আধিকারিকরা জানালেন, এই অভয়ারণ্যকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে। আনা হবে আরও বন্যপ্রাণ। রয়েল বেঙ্গল টাইগার আনারও পরিকল্পনা রয়েছে। তৈরি হবে ক্যাফেটেরিয়া। মঙ্গলবার বছরের শেষ দিনের ভিড়কেও ছাপিয়ে গিয়েছে আজ নতুন বছরের প্রথম দিনের ভিড়। গোটা শীত মরশুম জুড়েই এবার ভালো সংখ্যায় দর্শকরা উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোটদের হাত ধরে এলেন বড়রাও, উপচে পড়া ভিড় বর্ধমানের রমনাবাগান অভয়ারণ্যে
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement