স্মার্ট মিটারে নিয়ে বিরাট ঝামেলা! নিমেষে শেষ হয়ে যাচ্ছে রিচার্জ! চিন্তায় গ্রাহকরা

Last Updated:

গ্রাহকদের অভিযোগ ন্যূনতম রিচার্জের পরিমাণ ১০০ টাকা, সেই ১০০ টাকা রিচার্জ করলে কখনও দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে।

+
নতুন

নতুন স্মার্ট মিটার

নদিয়া: নির্দেশিকা ছাড়াই পুরনো মিটারের বদলে স্মার্ট মিটার! হু হু করে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে! চিন্তায় গ্রাহকরা। সূত্রের খবর, নির্দেশিকা ছাড়াই বাড়িতে পাল্টানো হয়েছে ইলেকট্রিক মিটার। নতুন স্মার্ট মিটারে কীভাবে বিদ্যুৎ বিল আসছে, তা বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। একাধিকবার দফতরে জানিয়ে কোনও লাভ হয়নি।
ঘটনাটি নদিয়ার শান্তিপুর ডাকঘর বিদ্যুৎ অফিস এলাকার। জানা যায়, গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ। গ্রাহকদের অভিযোগ তাদের এই বিষয়ে বিদ্যুৎ দফতরের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসে তাদের মিটার বদল করে চলে যায়। এর পরই শুরু হয় বিভিন্ন সমস্যা।
advertisement
আরও পড়ুন- কত ‘ton’ এসি-তে কাশ্মীরের মতো বরফ ঠান্ডা হবে আপনার ঘর,কম হলেই বাড়বে বিল,গরমেও কাজ হবে না
স্মার্ট মিটারের নিয়ম অনুযায়ী, মোবাইল রিচার্জের মতো আগে টাকা রিচার্জ করতে হবে। ন্যূনতম রিচার্জের পরিমাণ ১০০ টাকা। সেই ১০০ টাকা রিচার্জ করলে কখনও দেখা যাচ্ছে, এক ঘন্টার মধ্যে রিচার্জ শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ কত বিদ্যুৎ ব্যয় হল, আর কী হিসাবে টাকা কাটছে, সেটাই বুঝে উঠতে পারছে না গ্রাহকরা।
advertisement
advertisement
অবশেষে কোনও উপায় না পেয়ে বিদ্যুৎ দফতরে এসে স্টেশন ম্যানেজারের কাছে বিষয়টি বোঝার চেষ্টা করেন তারা। তাদের দাবি, পুরনো যে মিটার ছিল সেই মিটার চালু করা হোক। এই বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মানিক তপন কুমার সাঁতরা বলেছেন, বিদ্যুৎ দফতরের নিয়ম অনুযায়ী মিটার পরিবর্তন করা হয়েছে। তবে যে সমস্যার কথা অনেকে বলছেন, তা আমরা ইতিমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত এবং নির্দেশিকা জারি করবে, সেই অনুযায়ী কাজ হবে। পাশাপাশি তিনি বলেন, আগামিদিনে যাতে গ্রাহকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, সেই বিষয়ের নজর রাখা হচ্ছে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্মার্ট মিটারে নিয়ে বিরাট ঝামেলা! নিমেষে শেষ হয়ে যাচ্ছে রিচার্জ! চিন্তায় গ্রাহকরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement