বিজেপি-কংগ্রেস-সিপিএম একজোট হয়ে জাকির হোসেনের উপর হামলা করেছে! দাবি তৃণমূলের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
এই হামলার পিছনে একজোট হয়েছে বিরোধী দলগুলি। মুর্শিদাবাদে তৃণমূলের বিরুদ্ধে হাতে হাত রেখে কাজ করছেন বিরোধী দলগুলি। এমনই দাবি তৃণমূলের।
#জঙ্গিপুর: শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বড় হামলা। শাসক দলের অভিযোগের তির বিজেপি, কংগ্রেস ও সিপিএমের দিকে। বুধবার অর্থাৎ আজ কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে কলকাতা আসার জন্য গাড়িতে নিমতিতা স্টেশন যাচ্ছিলেন তিনি। মন্ত্রীর স্টেশনের কাছাকাছি পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী।
আর এই হামলার পিছনে একজোট হয়েছে বিরোধী দলগুলি। মুর্শিদাবাদে তৃণমূলের বিরুদ্ধে হাতে হাত রেখে কাজ করছেন বিরোধী দলগুলি। এমনই দাবি তৃণমূলের। তৃণমূল নেতা আবু তাহের বলছেন, কংগ্রেস, সিপিএম ও বিজেপি জোট বেঁধে । এরা এলাকায় অশান্তি বাঁধিয়ে দিতে চাইছে। নির্মম ভাবে তাই জাকির হুসেনক খুনের চেষ্টা করা হয়েছে।
তৃণমূল-কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় এই হামলা চালানো হয়েছে। বিরোধী দলগুলি উন্নয়ন রোখার জন্য পরিকল্পতি ভাবে এই কাজ করেছে। যেখানে মানুষ তৃণমূলের কাছে আসছে, সেখানেই নেতা মন্ত্রীদের উপর আক্রমণ হচ্ছে। বিজেপি, কংগ্রেস ও বামপন্থীরা হাত মিলিয়ে কাজ করছে। জাকিরের অবস্থা উদ্বেগজনক।
advertisement
advertisement
অন্যদিকে কংগ্রেস ও বিজেপি শিবিরের দাবি, তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই।
প্রসঙ্গত, জাকির হুসেনের চোট এতটাই গুরুতর যে তাঁকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2021 12:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি-কংগ্রেস-সিপিএম একজোট হয়ে জাকির হোসেনের উপর হামলা করেছে! দাবি তৃণমূলের