পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, তবুও মুখে নেই হাসি! কোথায় গেল আনন্দ? বসিরহাটে আক্ষেপ শিল্পীদের

Last Updated:

নতুন প্রজন্ম বিমুখ, হারিয়ে যেতে বসেছে প্রতিমা গড়ার শিল্প। শুরু হয়ে গিয়েছে উমার আগমনের ব্যস্ততা। তবুও মুখে হাসি নেই বসিরহাটের মৃৎশিল্পীদের।

+
কর্মব্যস্ত

কর্মব্যস্ত প্রতিমা শিল্পীরা 

বসিরহাট, জুলফিকার মোল্যা: নতুন প্রজন্ম বিমুখ, হারিয়ে যেতে বসেছে প্রতিমা গড়ার শিল্প। শুরু হয়ে গিয়েছে উমার আগমনের ব্যস্ততা। তবুও মুখে হাসি নেই বসিরহাটের মৃৎশিল্পীদের। প্রতিমা তৈরি আজ তাদের কাছে হয়ে উঠেছে কঠিন সংগ্রাম।
মৃৎশিল্পীদের বক্তব্য, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। এক বান্ডিল সুতলি দড়ি, যা এক মাস আগে মিলত ২২০০ টাকায়, এখন তার দাম ৩৩০০ টাকা। গত বছর নদী থেকে মাটি আনতে খরচ হয়েছিল ১২ হাজার টাকা, এ বছর সেই খরচ দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। বৈধ নথিপত্র ছাড়া নদী থেকে মাটি তুলতে নিষেধাজ্ঞা থাকায় শিল্পীরা বাধ্য হচ্ছেন স্থানীয়দের থেকে চড়া দামে মাটি কিনতে। অথচ যারা প্রতিমার অর্ডার দিচ্ছেন, তারা বেশি দাম দিতে নারাজ। অর্ডারের সংখ্যাও কমছে।
advertisement
advertisement
প্রবীণ শিল্পী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, “অন্যান্য বছর আমরা ২০ থেকে ২৫টি দুর্গা প্রতিমার বরাত পেতাম। এ বছর অর্ডার কমে দাঁড়িয়েছে মাত্র ৮ থেকে ১০। শুধু মাটি নয়, এক কাহন খড়ের দামও ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭০০ টাকা। একই সঙ্গে কর্মী পাওয়ার সমস্যাও দেখা দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক শিল্পীর কথায়, “আগে মরশুম শেষে কর্মীরা ২০ থেকে ২৫ হাজার টাকা পেতেন। এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাই অনেকেই ভিন রাজ্যে অন্য কাজে চলে গিয়েছে।” পরিস্থিতি সামাল দিতে অনেকেই দুর্গার বদলে ছোট আকারের বিশ্বকর্মার প্রতিমা গড়ার দিকে ঝুঁকছেন। প্রবীণ শিল্পীদের দাবি, বর্তমান অবস্থা দেখে নতুন প্রজন্ম এই পেশায় আসতেই চাইছে না। ফলে ঐতিহ্যবাহী শিল্প বিপন্নতার মুখে। তাদের আক্ষেপ— ক্লাবগুলির অনুদান বাড়লেও মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। অর্থাভাব, কাঁচামালের দামবৃদ্ধি, প্রশাসনিক জটিলতা ও শ্রমিক সঙ্কট— সব মিলিয়ে বসিরহাটের মাটির প্রতিমা শিল্প আজ বড়সড় চ্যালেঞ্জের মুখে। শিল্পীদের আকুল আবেদন, সরকারের সরাসরি সহায়তা না এলে এই ঐতিহ্য হারিয়ে যাবে একদিন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, তবুও মুখে নেই হাসি! কোথায় গেল আনন্দ? বসিরহাটে আক্ষেপ শিল্পীদের
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement