পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, তবুও মুখে নেই হাসি! কোথায় গেল আনন্দ? বসিরহাটে আক্ষেপ শিল্পীদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
নতুন প্রজন্ম বিমুখ, হারিয়ে যেতে বসেছে প্রতিমা গড়ার শিল্প। শুরু হয়ে গিয়েছে উমার আগমনের ব্যস্ততা। তবুও মুখে হাসি নেই বসিরহাটের মৃৎশিল্পীদের।
বসিরহাট, জুলফিকার মোল্যা: নতুন প্রজন্ম বিমুখ, হারিয়ে যেতে বসেছে প্রতিমা গড়ার শিল্প। শুরু হয়ে গিয়েছে উমার আগমনের ব্যস্ততা। তবুও মুখে হাসি নেই বসিরহাটের মৃৎশিল্পীদের। প্রতিমা তৈরি আজ তাদের কাছে হয়ে উঠেছে কঠিন সংগ্রাম।
মৃৎশিল্পীদের বক্তব্য, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। এক বান্ডিল সুতলি দড়ি, যা এক মাস আগে মিলত ২২০০ টাকায়, এখন তার দাম ৩৩০০ টাকা। গত বছর নদী থেকে মাটি আনতে খরচ হয়েছিল ১২ হাজার টাকা, এ বছর সেই খরচ দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। বৈধ নথিপত্র ছাড়া নদী থেকে মাটি তুলতে নিষেধাজ্ঞা থাকায় শিল্পীরা বাধ্য হচ্ছেন স্থানীয়দের থেকে চড়া দামে মাটি কিনতে। অথচ যারা প্রতিমার অর্ডার দিচ্ছেন, তারা বেশি দাম দিতে নারাজ। অর্ডারের সংখ্যাও কমছে।
advertisement
advertisement
প্রবীণ শিল্পী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, “অন্যান্য বছর আমরা ২০ থেকে ২৫টি দুর্গা প্রতিমার বরাত পেতাম। এ বছর অর্ডার কমে দাঁড়িয়েছে মাত্র ৮ থেকে ১০। শুধু মাটি নয়, এক কাহন খড়ের দামও ৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭০০ টাকা। একই সঙ্গে কর্মী পাওয়ার সমস্যাও দেখা দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক শিল্পীর কথায়, “আগে মরশুম শেষে কর্মীরা ২০ থেকে ২৫ হাজার টাকা পেতেন। এত কম টাকায় সংসার চালানো সম্ভব নয়। তাই অনেকেই ভিন রাজ্যে অন্য কাজে চলে গিয়েছে।” পরিস্থিতি সামাল দিতে অনেকেই দুর্গার বদলে ছোট আকারের বিশ্বকর্মার প্রতিমা গড়ার দিকে ঝুঁকছেন। প্রবীণ শিল্পীদের দাবি, বর্তমান অবস্থা দেখে নতুন প্রজন্ম এই পেশায় আসতেই চাইছে না। ফলে ঐতিহ্যবাহী শিল্প বিপন্নতার মুখে। তাদের আক্ষেপ— ক্লাবগুলির অনুদান বাড়লেও মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। অর্থাভাব, কাঁচামালের দামবৃদ্ধি, প্রশাসনিক জটিলতা ও শ্রমিক সঙ্কট— সব মিলিয়ে বসিরহাটের মাটির প্রতিমা শিল্প আজ বড়সড় চ্যালেঞ্জের মুখে। শিল্পীদের আকুল আবেদন, সরকারের সরাসরি সহায়তা না এলে এই ঐতিহ্য হারিয়ে যাবে একদিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাড়ায় পাড়ায় দুর্গাপুজো, তবুও মুখে নেই হাসি! কোথায় গেল আনন্দ? বসিরহাটে আক্ষেপ শিল্পীদের