Rathayatra of Mahesh: কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম

Last Updated:

Rathayatra of Mahesh: পুরীর আদলে এবার ধ্বজা ওড়ানো হবে মাহেশের জগন্নাথ মন্দিরেও। 

কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
আবীর ঘোষাল, কলকাতা: মাহেশের সুপ্রাচীন রথ দেখতে সকাল থেকেই ভক্ত সমাগম মাহেশ জুড়ে। দীর্ঘ দু'বছর পরে জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়বে। আর তা ঘিরেই সকাল থেকে শুরু পুজার্চনা। যে রথ জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে তা তৈরি করেছিল মার্টিন বার্ন কোম্পানি (Rathayatra of Mahesh)।
লোহার কাঠামোয় কাঠের এই রথ তৈরিতে খরচ পড়েছে ২০ লক্ষ টাকা। এই রথের উচ্চতা ৫০ ফুট, ওজন ১২৫ টন। এই রথে ১২'টি লোহার চাকা আছে। প্রতিটির বেড় হল ১ ফুট করে।রথের একতলায় চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা, তৃতীয় তলে রামলীলা চিত্রিত করা আছে। চার তলায় বসানো হবে বিগ্রহদের। এই রথ চালু করা হয় ১৮৮৫ সালে। আজও সেই রথ নানা ইতিহাস, নানা ঐতিহ্য বহন করে চলে আসছে। প্রতি বছর রথের আগে রথের কাঠ বদলাতে হয়৷ এর জন্য খরচ পড়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। এতদিন শ্যামবাজারের বসু পরিবার এই খরচ বহন করত৷ বর্তমানে এই খরচ দেখভাল করবে রথ সংষ্কার কমিটি।
advertisement
advertisement
গোটা বছর জুড়ে তারা এই রথ রক্ষাণাবেক্ষণের বিষয়টি দেখে আসবেন। মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারদের পরামর্শ মেনেই রথের কাঠ বদলানো হয়েছে ৷ রোদ-জল থেকে যাতে রথের ক্ষতি না হয়, তাই শেড তৈরি করা হচ্ছে। এর আগে একটা ছাউনি তৈরি করা হয়েছিল। তবে তা স্থায়ী হয়নি। এবার পাকাপোক্ত ছাউনি তৈরি করা হবে। পিয়াল অধিকারী জানিয়েছেন, এবার রথের সামনে দুটি ঘোড়া থাকে, তার একটির পা ভেঙে গিয়েছিল। সেটা সারানো হয়েছে। এছাড়া কাঠ বদল করা হয়েছে। সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। অন্যদিকে রথযাত্রা উপলক্ষ্যে এবার পুরীর আদলে মাহেশ জগন্নাথ মন্দিরেও ধ্বজা লাগানো হবে৷ যারা এই প্রক্রিয়ায় অংশ নিতে চান তাদের নাম নেওয়া হচ্ছে অন লাইনে। ড্রোনের মাধ্যমেও এবার নজরদারি চালানো হবে মাহেশের রথযাত্রায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rathayatra of Mahesh: কড়া নিরাপত্তার ব্যবস্থা মাহেশের রথ ঘিরে, সকাল থেকেই ব্যাপক জনসমাগম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement