Ratha Yatra 2025: কাঁচা হাতে নিজের বানান রথ...সেদিন কি তবে অতীত? রেডিমেড রথেই দিব্যি খুশি ছোটরা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Ratha Yatra 2025: রথযাত্রার আগে বাজারে চাহিদা তুঙ্গে রেডিমেড রথের। রথযাত্রা আসতেই বাজারে দেখা মিলছে রকমারি রেডিমেড রথের।
পূর্ব বর্ধমান: রথযাত্রার আগে বাজারে চাহিদা তুঙ্গে রেডিমেড রথের। রথযাত্রা আসতেই বাজারে দেখা মিলছে রকমারি রেডিমেড রথের। আগে দেখা যেত বাড়ির বড়রা বা শিশুরা নিজেরাই নানা উপকরণ দিয়ে ছোট ছোট রথ তৈরি করত। এখন সেই প্রথা অনেকটাই হারিয়ে গিয়েছে। হয়ত সময়ের অভাব ও ব্যস্ত জীবনের কারণে হাতে তৈরি রথের বদলে এখন অনেকেই ভরসা রাখছেন রেডিমেড রথের উপর।
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এমনই রেডিমেড রথ বিক্রি হচ্ছে বেশ ভালভাবে। থার্মোকল, কাঠ, কাগজ ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এই রথগুলি দেখতে যেমন আকর্ষণীয়, দামেও তেমন সাশ্রয়ী।
advertisement
advertisement
ছোট থেকে মাঝারি আকারের রথ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। শিল্পী অর্থাৎ বিক্রেতা সাহেব দত্ত বলেন, আগে অল্প তৈরি করতাম। তবে এখন বেশি করে তৈরি করি, কারণ চাহিদা বেড়েছে। বিক্রি এই রথের আগে ভালই হচ্ছে।
স্থানীয় শিল্পী সাহেব দত্ত গত কয়েক বছর ধরে এই রথ তৈরি করছেন ও বিক্রি করছেন শহরের বিভিন্ন প্রান্তে। রথযাত্রার আগের দিনগুলিতে তাঁর দোকানে ভিড় বাড়ছে চোখে পড়ার মত। শুধু কাটোয়া নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ আসছেন এই রথ কিনতে।
advertisement
রথের আগে শিশুদের মুখে হাসি ফোটাতে অনেকেই কিনছেন এই রঙিন রেডিমেড রথ। ফলে বদলে যাওয়া সময়ে এই রেডিমেড রথ যেন রথযাত্রার আনন্দকে ধরে রাখার এক আধুনিক উপায় হয়ে উঠেছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 11:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratha Yatra 2025: কাঁচা হাতে নিজের বানান রথ...সেদিন কি তবে অতীত? রেডিমেড রথেই দিব্যি খুশি ছোটরা