Rath Yatra Accident: রথযাত্রা দেখতে গিয়ে বিপত্তি! মাথায় ভেঙে পড়ল রথের চূড়া! গুরুতর আহত ৩
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Rath Yatra Accident: রথ দেখতে গিয়ে মহা বিপত্তি হুগলিতে! রথের চূড়া ভেঙে পড়ে আহত বেশ কয়েকজন! গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
হুগলি: রথ দেখতে গিয়ে মহা বিপত্তি হুগলিতে! রথের চূড়া ভেঙে পড়ে আহত বেশ কয়েকজন! গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে হুগলির ডানকুনিতে। যেখানে রাস্তার বিদ্যুতের তারে লেগে রথের চূড়া ভেঙে পড়ে পুণ্যার্থীদের উপরে। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য ছুটে আসে প্রশাসন ও পুলিশের কর্তারা।
বেশ কিছু বছর যাবৎ রথযাত্রা শুরু হয়েছে হুগলির ডানকুনিতে। যেখানে জগন্নাথ দেবকে রথে বসিয়ে ডানকুনি রথতলা থেকে কালিপুর পর্যন্ত রথযাত্রা হয়। টি এন মুখার্জি রোড ধরে কালিপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে ঘটে বিপত্তি। রাস্তার উপরে বিদ্যুৎ এর তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া। রথের পিছনে থাকা কয়েকজন ভক্ত আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জন মহিলা জসমিতা বিসয়ী, দমন্তি সিং, কল্পনা ঠাকুরের চোট গুরতর। এক মহিলার মাথা ফাটে এক মহিলা কোমরে আঘাত পান আর একজনের সেলাই পড়ে।
advertisement
advertisement
এই বিষয়ে রথযাত্রার এক উদ্যোক্তা তিনি জানান, এই বছর অন্য বছর তুলনায় ভিড় বেশি ছিল। সেই ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষদের। সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আহত মহিলা স্বামী ধর্মেন্দ্র ঠাকুর বলেন, তার বউ ও পাড়ার লোকজনরা রথযাত্রা দেখতে গিয়েছিল। তারা রথের সঙ্গে সঙ্গেই রথের পিছনে যাচ্ছিল। একটা কারেন্টের তারে লেগে রথের চূড়া ভেঙে পড়ে তাদের গায়ে। তার স্ত্রীয়ের মাথা ফেটেছে গুরুতরকভাবে। আরও বেশ কয়েকজন আহত আছেন তারা হাসপাতালে ভর্তি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 28, 2025 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra Accident: রথযাত্রা দেখতে গিয়ে বিপত্তি! মাথায় ভেঙে পড়ল রথের চূড়া! গুরুতর আহত ৩








