Rath Yatra Accident: রথযাত্রা দেখতে গিয়ে বিপত্তি! মাথায় ভেঙে পড়ল রথের চূড়া! গুরুতর আহত ৩

Last Updated:

Rath Yatra Accident: রথ দেখতে গিয়ে মহা বিপত্তি হুগলিতে! রথের চূড়া ভেঙে পড়ে আহত বেশ কয়েকজন! গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

ডানকুনি রথযাত্রা
ডানকুনি রথযাত্রা
হুগলি: রথ দেখতে গিয়ে মহা বিপত্তি হুগলিতে! রথের চূড়া ভেঙে পড়ে আহত বেশ কয়েকজন! গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে হুগলির ডানকুনিতে। যেখানে রাস্তার বিদ্যুতের তারে লেগে রথের চূড়া ভেঙে পড়ে পুণ্যার্থীদের উপরে। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য ছুটে আসে প্রশাসন ও পুলিশের কর্তারা।
বেশ কিছু বছর যাবৎ রথযাত্রা শুরু হয়েছে হুগলির ডানকুনিতে। যেখানে জগন্নাথ দেবকে রথে বসিয়ে ডানকুনি রথতলা থেকে কালিপুর পর্যন্ত রথযাত্রা হয়। টি এন মুখার্জি রোড ধরে কালিপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে ঘটে বিপত্তি। রাস্তার উপরে বিদ্যুৎ এর তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া। রথের পিছনে থাকা কয়েকজন ভক্ত আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জন মহিলা জসমিতা বিসয়ী, দমন্তি সিং, কল্পনা ঠাকুরের চোট গুরতর। এক মহিলার মাথা ফাটে এক মহিলা কোমরে আঘাত পান আর একজনের সেলাই পড়ে।
advertisement
advertisement
এই বিষয়ে রথযাত্রার এক উদ্যোক্তা তিনি জানান, এই বছর অন্য বছর তুলনায় ভিড় বেশি ছিল। সেই ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষদের। সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে আহত মহিলা স্বামী ধর্মেন্দ্র ঠাকুর বলেন, তার বউ ও পাড়ার লোকজনরা রথযাত্রা দেখতে গিয়েছিল। তারা রথের সঙ্গে সঙ্গেই রথের পিছনে যাচ্ছিল। একটা কারেন্টের তারে লেগে রথের চূড়া ভেঙে পড়ে তাদের গায়ে। তার স্ত্রীয়ের মাথা ফেটেছে গুরুতরকভাবে। আরও বেশ কয়েকজন আহত আছেন তারা হাসপাতালে ভর্তি।
advertisement
রাহী হালদার 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra Accident: রথযাত্রা দেখতে গিয়ে বিপত্তি! মাথায় ভেঙে পড়ল রথের চূড়া! গুরুতর আহত ৩
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement