Rath Yatra 2025: রথের মেলা মানেই জিলিপি-পাঁপড়! এসব অতীত! বাংলার এই রথের মেলার মূল আকর্ষণ 'রঙিন মাছ'

Last Updated:

Rath Yatra 2025: সোজা রথ থেকে উল্টো রথ, এই প্রাচীন মেলা মানে রঙিন মাছের পসরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা

+
মেলার

মেলার একাংশ জুড়ে বসে রঙিন মাছের হাট

হাওড়া: মেলায় রঙিন মাছের হাট! সোজা রথ থেকে উল্টোরথ, এখানকার মেলা মানে রঙিন মাছের পসরা। এই পসরা এক দু’বছর বা ১০ বছর নয়, বছরের পর বছর অনেকে বলেন বহু বছর। মেলার একাংশ জুড়ে রঙিন মাছের হাট বসে। মেলায় জিলিপি, পাপড়, বাদাম বা নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য খাবারের পসরা অথবা গাছের পসরা খুব সাধারণ দৃশ্য। কিন্তু মেলায় মানুষ আগ্রহের সঙ্গে রঙিন মাছ কিনছে এমন দৃশ্য প্রায় বিরল।
এই ছবি হাওড়া মহিয়াড়ি কুন্ডু চৌধুরী বাড়ির রথের মেলায়। পুরনো রীতি অনুযায়ী এই রথ মেলায় সারি সারি রঙিন মাছের পসরা। প্রায় ২০-২৫ জন বিক্রেতা বসেন। প্রত্যেক বিক্রেতার কাছে ৫ থেকে ৩০ রকম মাছ থাকে। খুব অল্প টাকা খরচ করলেই রঙিন মাছ হাতে পাচ্ছেন ক্রেতা। তাতে ভীষণ আগ্রহ ছোট বড় সকলের।
advertisement
advertisement
মেলার কয়েকদিন সকাল থেকে বসে রঙিন মাছের পসরা, চলে রাত পর্যন্ত। রথের দুইদিন জাঁকিয়ে বাজার হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এসে মাছ কেনেন। প্রায় প্রত্যেক বিক্রেতা চাহিদার মত ক্রেতা পান এই মেলায়। প্রতি বছরই পসরা বাড়ছে রঙিন মাছের চাহিদা। জানা যায়, এখানে মাছের দাম ২ টাকা থেকে প্রায় ১৫০ টাকা পর্যন্ত দামের মাছ বেশি বিক্রি হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক একটি দোকানে এক, দুই জন বা তারও বেশি মানুষ রয়েছে রঙিন মাছ বিক্রি করতে। অ্যাকরিয়াম, বড় বড় পাত্র এবং স্বচ্ছ প্লাস্টিক বন্দি আকর্ষণীয় রঙিন মাছ। রাস্তার পার্শ্ববর্তীতে স্বচ্ছ প্লাস্টিক বা অ্যাকোয়ারিয়াম বা পাত্রে রঙ-বেরঙের রঙিন মাছ। দেখেই পথ যদি মানুষ থমকে পড়ছে। এমন আকর্ষণীয় যে নজর পড়লে চোখ ফেরান দায়।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: রথের মেলা মানেই জিলিপি-পাঁপড়! এসব অতীত! বাংলার এই রথের মেলার মূল আকর্ষণ 'রঙিন মাছ'
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement