Rath Yatra 2025: রথের মেলা মানেই জিলিপি-পাঁপড়! এসব অতীত! বাংলার এই রথের মেলার মূল আকর্ষণ 'রঙিন মাছ'
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Rath Yatra 2025: সোজা রথ থেকে উল্টো রথ, এই প্রাচীন মেলা মানে রঙিন মাছের পসরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন ক্রেতা
হাওড়া: মেলায় রঙিন মাছের হাট! সোজা রথ থেকে উল্টোরথ, এখানকার মেলা মানে রঙিন মাছের পসরা। এই পসরা এক দু’বছর বা ১০ বছর নয়, বছরের পর বছর অনেকে বলেন বহু বছর। মেলার একাংশ জুড়ে রঙিন মাছের হাট বসে। মেলায় জিলিপি, পাপড়, বাদাম বা নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য খাবারের পসরা অথবা গাছের পসরা খুব সাধারণ দৃশ্য। কিন্তু মেলায় মানুষ আগ্রহের সঙ্গে রঙিন মাছ কিনছে এমন দৃশ্য প্রায় বিরল।
এই ছবি হাওড়া মহিয়াড়ি কুন্ডু চৌধুরী বাড়ির রথের মেলায়। পুরনো রীতি অনুযায়ী এই রথ মেলায় সারি সারি রঙিন মাছের পসরা। প্রায় ২০-২৫ জন বিক্রেতা বসেন। প্রত্যেক বিক্রেতার কাছে ৫ থেকে ৩০ রকম মাছ থাকে। খুব অল্প টাকা খরচ করলেই রঙিন মাছ হাতে পাচ্ছেন ক্রেতা। তাতে ভীষণ আগ্রহ ছোট বড় সকলের।
advertisement
আরও পড়ুন: জলে ভাসছে এসব কী! কাছে যেতেই ভয়ঙ্কর দৃশ্য! রূপনারায়ণ নদীতে কীভাবে ঘটল এত বড় ঘটনা! কারণ নিয়ে ধোঁয়াশা
advertisement
মেলার কয়েকদিন সকাল থেকে বসে রঙিন মাছের পসরা, চলে রাত পর্যন্ত। রথের দুইদিন জাঁকিয়ে বাজার হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এসে মাছ কেনেন। প্রায় প্রত্যেক বিক্রেতা চাহিদার মত ক্রেতা পান এই মেলায়। প্রতি বছরই পসরা বাড়ছে রঙিন মাছের চাহিদা। জানা যায়, এখানে মাছের দাম ২ টাকা থেকে প্রায় ১৫০ টাকা পর্যন্ত দামের মাছ বেশি বিক্রি হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক একটি দোকানে এক, দুই জন বা তারও বেশি মানুষ রয়েছে রঙিন মাছ বিক্রি করতে। অ্যাকরিয়াম, বড় বড় পাত্র এবং স্বচ্ছ প্লাস্টিক বন্দি আকর্ষণীয় রঙিন মাছ। রাস্তার পার্শ্ববর্তীতে স্বচ্ছ প্লাস্টিক বা অ্যাকোয়ারিয়াম বা পাত্রে রঙ-বেরঙের রঙিন মাছ। দেখেই পথ যদি মানুষ থমকে পড়ছে। এমন আকর্ষণীয় যে নজর পড়লে চোখ ফেরান দায়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: রথের মেলা মানেই জিলিপি-পাঁপড়! এসব অতীত! বাংলার এই রথের মেলার মূল আকর্ষণ 'রঙিন মাছ'