Ratanti Kali Puja 2024: অমাবস্যা নয় চতুর্দশীতে হয় পুজো, গুসকরার রটন্তি কালীর ইতিহাস জানুন

Last Updated:

এটি এখনকার পৌরাণিক পুজো। বহু আগে থেকে এই পুজো হয়ে আসছে। গুসকরার ঐতিহ্যবাহী পরিবার হল চোঙদার পরিবার। সেই চোঙদার পরিবারের নিজস্ব পুজো এটা

+
মন্দির 

মন্দির 

পূর্ব বর্ধমান: গুসকরার রটন্তি কালীপুজোকে ঘিরে আবেগে মেতে উঠল গোটা শহর। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বারোয়ারিতলা থেকে বর্নাঢ্য শোভাযাত্রা করে শহর পরিক্রমা করা হয়৷ নিরাপত্তার জন্য রটন্তি মেলা চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে মেলা প্রাঙ্গণে৷
তবে কীভাবে রটন্তি কালীপুজো শুরু হল এই শহরে তা কী জানেন? এই কালীপুজো গুসকরা শহরে শুরু হওয়ার পিছনে একটা গল্প রয়েছে। চলুন তাহলে, জেনে নেওয়া যাক কী সেই গল্প। এই প্রসঙ্গে গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় বলেন, এটি এখনকার পৌরাণিক পুজো। বহু আগে থেকে এই পুজো হয়ে আসছে। গুসকরার ঐতিহ্যবাহী পরিবার হল চোঙদার পরিবার। সেই চোঙদার পরিবারের নিজস্ব পুজো এটা। চোঙদার পরিবারের এক সদস্য তন্ত্রসাধক ছিলেন, তিনিই এখানে মাকে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তিতে যখন গুসকরা পুরসভা তৈরি হয় তখন থেকে এই রটন্তি কালীপুজোকে সামনে রেখে পুর উৎসবেরও আয়োজন করা হয়ে আসছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সাতটা দিন গুসকরার মানুষ সকলে মিলে মিশে একসঙ্গে আনন্দে দিন কাটায়। বাসিন্দাদের মধ্যে এই পুজো এবং মেলা ঘিরে এক আলাদা আবেগ কাজ করে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, ছোট থেকে এই পুজো দেখে আসছেন। আগের থেকে মেলার আরও উন্নতি হয়েছে। তিনি জানান সবাই যেমন দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, তেমনই গুসকরার মানুষ রটন্তি কালীপুজোর জন্য অপেক্ষা করে থাকে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ratanti Kali Puja 2024: অমাবস্যা নয় চতুর্দশীতে হয় পুজো, গুসকরার রটন্তি কালীর ইতিহাস জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement