Museum: বাড়ি নয়, আস্ত এক মিউজিয়াম! আসানসোলের ব্যক্তি যা করলেন, শুনলে অবাক হবেন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Asansol Museum : পুজোর পরেই সুশান্তর মিউজিয়াম দেখলে আপনার চোখ কার্যত কপালে উঠবে। এবার সেই মিউজিয়ামে আসছে বড় চমক।
পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলার অন্যতম শিল্প শহর আসানসোল। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। এক কথায় শিল্প ও সংস্কৃতির শহর বললে কম হবে না। এই শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সংস্কৃতি। শহরের মধ্যেই রয়েছে আস্ত একটা মিউজিয়াম। সেই মিউজিয়াম দেখলে আপনার চোখ কার্যত কপালে উঠবে। এবার সেই মিউজিয়ামে আসছে বড় এক চমক।
কথাতেই রয়েছে ইচ্ছে শক্তি থাকলে সব কিছু সম্ভব। ইচ্ছে থাকলেই মানুষ যেমন এগিয়ে যেতে পারে, ঠিক তেমনই অনিচ্ছার কারণে মানুষ ধীরে ধীরে পিছিয়ে যায়। সেই ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আসানসোলের এই শিল্পী। জেলা ছাড়িয়ে জেলার বাইরে বহু পর্যটক ছুটে আসছেন দেখতে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার মহিশীলা কলোনির সুশান্ত রায়। তাঁর নিজের বাড়িতেই ফুটিয়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম ও শিশ মহল। তবে কেন হঠাৎ সুশান্তবাবুর এই কাজ করার ইচ্ছে?
advertisement
এই বিষয়ে তিনি আমাদের জানান, প্রথমে রাজস্থানের জয়পুরে কাজ করতে গিয়েছিলেন। সেখানে শিশমহল দেখে অনুপ্রাণিত হয়ে তাঁর মনে ইচ্ছে শক্তি বৃদ্ধি পায়। তিনি অনেকদিন থেকেই মূর্তি তৈরি করে আসছেন তিনি। এর পর ইচ্ছা হয় তাঁর হাতে তৈরি মোমের মূর্তিগুলো নিয়ে নিজের একটি মিউজিয়াম তৈরি করবেন। ঠিক যেন রাজস্থানের কোনও সুপ্রাচীন হাভেলি। সেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহাকাশচারী সুনিতা উইলিয়ামের মূর্তি।সব মিলিয়ে আপাতত ২৫ টি মোমের মূর্তি রয়েছে মিউজিয়ামে।
advertisement
advertisement
আরও পড়ুন- যে ‘স্বপ্ন’ পূরণ হয়নি যৌবনে…! বাইকে চেপে লাদাখ ঘুরছেন বৃদ্ধ দম্পতি, বয়স তো স্রেফ সংখ্যা
আগামী পুজোর পরেই সেই মিউজিয়ামেই নতুন সংযোজন আসতে চলেছে। সেই নতুন সংযোজনের তালিকায় থাকছেন বিশিষ্ট প্রয়াত শিল্পপতি রতন টাটা এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরিবার পরিজনদের নিয়ে ঘুরে আসতে পারেন আসানসোলের এই মিউজিয়াম থেকে।
advertisement
রিন্টু পাঁজা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Museum: বাড়ি নয়, আস্ত এক মিউজিয়াম! আসানসোলের ব্যক্তি যা করলেন, শুনলে অবাক হবেন