Bangla News: কল্যাণীতে মহিলার শরীরে মিলল বিরল প্রজাতির কৃমি! খোঁজই মেলে না ভারতে, তাহলে?

Last Updated:

Bangla News: নদীয়ার কল্যাণী কলেজ অফ্ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে রোগিণীর দেহে মিলল বিরল প্রজাতির কৃমি।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#কল্যাণী: বিরল প্রজাতির কৃমি মিলল রোগিণীর দেহে, ইউরোপ সহ চিন, হংকং এ মানব শরীরে দেখা মেলে এই কৃমির। ফ্যাসিওলা হেফাটিকা নামের ৬টি কৃমি মিলল রোগিণীর দেহে। নদীয়ার কল্যাণী কলেজ অফ্ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালে রোগিণীর দেহে মিলল বিরল প্রজাতির কৃমি। যা ভারতবর্ষে বিরল এমনটাই দাবি কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ ও শল্য চিকিৎসক সুবিকাশ বিশ্বাসের।
গত বুধবার (১১ এপ্রিল) পিত্তনালীর সমস্যা নিয়ে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে শল্য বিভাগে ভর্তি হন নদীয়ার গয়েশপুর এর বাসিন্দা ৩৫ বছর বয়সের এক রোগিনী। শুক্রবার তিন সদস্যের চিকিৎসক দল প্রায় দু'ঘণ্টা ধরে অপারেশন করে রোগিনীর।
advertisement
advertisement
Choledocho - Duodenostomy নামে অপারেশন হয় রোগিণীর। মূলত পিত্তনালীর সাথে খাদ্যনালীর যোগস্থাপন করার সময় কিছু সমস্যা দেখতে পান চিকিৎসকরা। সেই সময় ৬টি কৃমি পিত্তনালী থেকে বের করেন চিকিৎসকরা। চিকিৎসকের দাবী, এই ধরনের কৃমি মূলত ইউরোপ দেশগুলি সহ চিন ও হংকংয়ে মানব শরীরে দেখা যায়।
advertisement
পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এই ধরনের কৃমি বিরল বলা যেতেই পারে দাবী শল্য চিকিৎসক ও অধ্যক্ষ চিকিৎসক সুবিকাশ বিশ্বাসের।
এই কৃমির ওষুধ একমাত্র ইউরোপ দেশগুলিতে পাওয়া যায়।
যদিও বিকল্প ওষুধের ব্যবস্থা করে রোগিনীকে দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য। সরকারি হাসপাতাল বিনা ব্যয়ে চিকিৎসা পেয়ে খুশি রোগীর আত্মীয়রা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কল্যাণীতে মহিলার শরীরে মিলল বিরল প্রজাতির কৃমি! খোঁজই মেলে না ভারতে, তাহলে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement