Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় দেশে এই প্রথম দোষী সাব্যস্ত ৯! রানাঘাট কাণ্ডে কত টাকার ফাঁদ পেতেছিল দোষীরা? জানলে ঘুম উড়ে যাবে
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Digital Arrest: ২০২৪ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র, হরিয়াণা, গুজরাl ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান চালিয়ে জালে ১৩ জন পড়ল ধরা, সূত্রের খবর এদের মধ্যে ন'জন দোষী সাব্যস্ত
রানাঘাট: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় ভারতের প্রথম দোষী সাব্যস্ত। ২০২৪ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র, হরিয়াণা, গুজরাত ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান চালিয়ে জালে ১৩ জন পড়ল ধরা, সূত্রের খবর এদের মধ্যে ন’জন দোষী সাব্যস্ত। রানাঘাট পুলিশ সূত্রের খবর অনুযায়ী, চার রাজ্যে অভিযান চালায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। গ্রেফতার হয় ১৩ জন, এর মধ্যে একজন মহিলা।
পুলিশ সূত্রে খবর, এই মামলায় ন’জনকে দোষী সাব্যস্ত করে কল্যানী এডিজে আদালত। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাত থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় মোবাইল, ব্যাঙ্ক পাসবুক, চেক বই, প্যান কার্ড-সহ একাধিক নথি। ১০০ টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছিল। এছাড়াও চার লাখ টাকা সিজ করা হয়েছিল। ৬ নভেম্বর ২০২৪ সালে নদিয়ার কল্যানী রানাঘাট পুলিশের সাইবার থানায় এক কোটি টাকার সাইবার প্রতারনার অভিয়োগ করে এক ব্যক্তি। তারপরেই পুলিশ তদন্ত করে এই ১৩ জনকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত, যুগ যেমন বদলাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে অপরাধের ধরণ। ভারতবর্ষ ডিজিটাল পরিষেবায় যত উন্নত হচ্ছে ততই ডিজিটাল প্রতারণার দিনের পর দিন নতুন নতুন রাস্তাও তৈরি হচ্ছে। সেই রাস্তাগুলির মধ্যেই অন্যতম এক রাস্তা এই ডিজিটাল অ্যারেস্ট! যেখানে কোনও এক ব্যক্তিকে পুলিশের ঊর্ধি পড়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে থানার ভিসুয়াল দেখিয়ে অফিসার সেজে কল করবে।
advertisement
advertisement
যদিও সেই অফিসার এবং তার নাম পরিচয় সম্পূর্ণ ভুয়ো! এরপরই বিভিন্ন রকম ছলচাতুরি করে ওই ব্যক্তিকে বোঝানো হবে যে উনি ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন কোনও কারনে। অর্থাৎ এই অ্যারেস্ট এর নিয়ম অনুযায়ী ওই ব্যক্তি বাড়িতে বন্দী থাকবে কোন রকম কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এরপরই ছলে বলে কৌশলে ওই প্রতারকরা তার থেকে ব্যাংক একাউন্টের তথ্য কিংবা মোটা অংকের নগদ অর্থের দাবি করবে।
advertisement
তবে সাইবার ক্রাইম বিভাগ জানাচ্ছে, ভারতবর্ষের আইনে এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও আইন নেই। একদল চতুর প্রতারক এই প্রতারণার পন্থা অবলম্বন করছে। পুলিশ প্রশাসন কখনওই ভিডিও কলের মাধ্যমে কাউকে ডিজিটাল অ্যারেস্টের কথা বলে না। তবে ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষ এই ডিজিটাল অ্যারেস্ট নামক প্রতারণার শিকার হয়েছেন। প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে এই ধরনের কোনওরকম প্রতারণার সন্দেহ হলেই তৎক্ষণাৎ স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করতে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2025 12:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digital Arrest: ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা মামলায় দেশে এই প্রথম দোষী সাব্যস্ত ৯! রানাঘাট কাণ্ডে কত টাকার ফাঁদ পেতেছিল দোষীরা? জানলে ঘুম উড়ে যাবে







