Satabdi Roy: কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি, ভোটজয়ের পরে শুভেচ্ছা ভক্তের
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Satabdi Roy: জয়লাভের পর শতাব্দীর ভক্ত শুভেচ্ছা জানাতে কুমড়োর বীজের উপর শতাব্দী মুখমণ্ডলী এঁকে তাঁর হাতে তুলে দিতে চলেছেন।
বীরভূম: ভোটজয়ের পরে শুভেচ্ছা জানাতে কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি এঁকে প্রার্থীর হাতে তুলে দিতে চলেছেন এক শিল্পী। তাঁর দাবি, রাজনীতিতে আসার আগে থেকেই তিনি অভিনেত্রী হিসাবে শতাব্দীর অন্ধভক্ত। রাজনীতিতেও এসে তিনি সমান জনপ্রিয়। তাই তাঁর জয়ের শুভেচ্ছা জানাতেই এই উপহার। ছবি আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর সেই ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন শিল্পী। যা দেখে মুগ্ধ নেটদুনিয়া।
তবে শুধু শতাব্দী নয় এর আগেও বিভিন্ন ঋষি মণীষীদের থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদদের ছবি এঁকেছেন তিনি। কখনও কুমড়োর বীজে উপর, আবার কখনও খেজুরের বীজ অথবা পোস্ত দানার মধ্যে বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী।
এবার শতাব্দী চতুর্থবারের জন্য নির্বাচনে লড়াই করছেন এবং চলতি মাসের ৪ তারিখ তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করেছেন। আর জয়লাভের পর শতাব্দীর ভক্ত শুভেচ্ছা জানাতে কুমড়োর বীজের উপর শতাব্দী মুখমণ্ডলী এঁকে তাঁর হাতে তুলে দিতে চলেছেন। রামপুরহাটের বাসিন্দা সেই চিত্রশিল্পী হলেন প্রাণকৃষ্ণ সিমলান্দি।
advertisement
advertisement
উল্লেখ্য, তাঁর শিল্পকর্ম দিল্লির পার্লামেন্ট, ন্যাশনাল মিউজিয়াম, রাজভবন ও মহাকরণে প্রদর্শিত হয়েছে। ম্যাজিক বুক অব রেকর্ডস তাঁকে বেস্ট মাইক্রো আর্টিস অ্যাওয়ার্ড দিয়েছে। এর আগে পোস্তর দানার উপর রবীন্দ্রনাথ ঠাকুর, মসুর ডালের উপর মা কালী, মা দুর্গা, চালের উপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, কুমড়োর বীজের উপর মা দুর্গা এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
advertisement
এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রতিকৃতি এঁকেছেন তিনি। এছাড়াও এর আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেছেন খুব শিগগিরই সেই ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন রামকৃষ্ণ। এর পাশাপাশি তাঁর শিল্পকর্ম শতাব্দী রায়ের হাতে তুলে দিতে চলেছেন। প্রাণকৃষ্ণ বাবু বলেন, ”আমি শতাব্দী রায়ের ভক্ত। তাঁর অভিনীত এমন কোনও সিনেমা নেই যা দেখিনি। ২০০৯ সালে তিনি যখন এই বীরভূমের প্রার্থী হলেন তখন মনে প্রশ্ন জেগেছিল, রাজনীতিতেও কী সমান জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন। পরে দেখলাম, তিনি রাজনীতিতে মানুষের জন্য কাজ করতে এসেছেন।”
advertisement
সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও তিনি সমান জনপ্রিয়তা লাভ করেছেন। এবারও তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। সেই জয়ের শুভেচ্ছা জানাতেই জল রং দিয়ে তাঁর ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী। ইতিমধ্যেই শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি প্রাণকৃষ্ণ সিমলান্ডির কাছে তাঁর ছবি হাতে তুলে নেবেন।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 5:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Satabdi Roy: কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি, ভোটজয়ের পরে শুভেচ্ছা ভক্তের