Calcutta Highcourt: রামনবমীতে হাওড়ায় জোড়া শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, মিছিলের গতিপথও বেঁধে দিলেন বিচারপতি

Last Updated:

এই প্রসঙ্গে, আদালতের নির্দেশ আগামী ৬ এপ্রিল অঞ্জনিপুত্র সেনা সকালে সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিছিল করতে পারবে। তাঁদের মিছিলের পথও নির্ধারিত করে দেয় আদালত। মূলত, নরসিংহ মন্দির থেকে শুরু হয়ে জিটিরোড ধরে মিছিল শেষ করতে হবে হাওড়া ময়দানে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: রামনবমী উপলক্ষে হাওড়ায় জোড়া শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, একইসঙ্গে বেশ কিছু শর্তও দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বেঁধে দিলেন মিছিলের গতিপথও।
এই প্রসঙ্গে, আদালতের নির্দেশ আগামী ৬ এপ্রিল অঞ্জনিপুত্র সেনা সকালে সাড়ে আটটা থেকে দুপুর ১ টা পর্যন্ত মিছিল করতে পারবে। তাঁদের মিছিলের পথও নির্ধারিত করে দেয় আদালত। মূলত, হাওড়ার নরসিংহ মন্দির থেকে শুরু হয়ে জিটিরোড ধরে মিছিল শেষ করতে হবে হাওড়া ময়দানে।
অন্যদিকে, বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রার সময় বেঁধে দেওয়া হয়েছে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা ওই সময়ের মধ্যে মিছিল করতে পারবে। তাদের ক্ষেত্রেও মিছিলের গতিপথ বেঁধে দিয়েছে আদালত। এই মিছিল শুরু হবে বি ই কলেজের এক নম্বর গেট থেকে তারপর তা জিটি রোড হয়ে রামকৃষ্ণপুর ঘাটে শেষ হবে।
advertisement
advertisement
এই মিছিলে বেশ কিছু শর্তও আরোপ করেছে আদালত। শোভাযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শোভাযাত্রায় কোনও লাঠি, অস্ত্র, নেওয়া যাবে না। কোনও ধরনের পতাকাও নেওয়া যাবে না। শুধুমাত্রা প্লাস্টিক বা পিভিসির গদা ব্যবহার করা যেতে পারে।
advertisement
একই সঙ্গে এই শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকতে বলেছে আদালত। মিছিল ব্যারিকেড করে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি। এছাড়াও, মিছিলের সামনে এবং পিছনে নজরদারি গাড়ি রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
একই সঙ্গে, এই মিছিলে ৫০০ জন অংশগ্রহণকারীর আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স সেন্ট্রাল ডিভিশন হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনারের কাছে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Calcutta Highcourt: রামনবমীতে হাওড়ায় জোড়া শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, মিছিলের গতিপথও বেঁধে দিলেন বিচারপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement