Howrah News: ১০০ বছরের গর্ব! হাওড়া রেল ডিভিশনের শতবর্ষে নতুন রূপে রাজধানী এক্সপ্রেস
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সারা দেশের মানুষের কাছে হাওড়া ডিভিশনের শতবর্ষের ঐতিহ্যের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হল রাজধানী এক্সপ্রেসের নতুন রূপ।
হাওড়া: হাওড়া রেল ডিভিশনের শতবর্ষ উদযাপনে বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম হল রাজধানী এক্সপ্রেসের নতুন রূপ। ট্রেন পরিষেবার দিক থেকে দেশের গর্ব এবং ঐতিহ্য রাজধানী এক্সপ্রেস। সারা দেশের মানুষের কাছে হাওড়া ডিভিশনের শতবর্ষের ঐতিহ্যের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হল রাজধানী এক্সপ্রেসের নতুন রূপ।
হাওড়া রেল ডিভিশন তার প্রতিষ্ঠার একশো বছর পূর্তি উপলক্ষে রাজধানী এক্সপ্রেস ট্রেনে নতুন রং ও ছবি লাগানো হয়। যার মাধ্যমে সারা দেশের রেল যোগাযোগকারী শহরে রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে হাওড়া রেল ডিভিশনের শতবর্ষ উদযাপনের বার্তা পৌঁছবে। হাওড়া রেল ডিভিশন ১০০ বছর ধরে যাত্রীদের বিশ্বাসে সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সেবার মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
advertisement
ডিআরএম সঞ্জীব কুমার জানান, ‘এই ট্রেনের নতুন সাজ দেশের যাত্রীদের কাছে আমাদের ঐতিহ্যের গল্প পৌঁছে দেবে। যেখানে ট্রেন যাবে, সেখানে জানা যাবে এটি হাওড়ায় তৈরি এবং আমরা শতবর্ষ পূর্তি উদ্যাপন করছি।’ ডিআরএম উল্লেখ করেন, ‘শত বছরের সেবার ধারাবাহিকতায় আমরা যাত্রীদের আরাম, সুরক্ষা ও নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। যেমন বন্দে ভারত ট্রেনে নতুন প্রযুক্তি বা সুবিধা যুক্ত হয়েছে। তেমনই রাজধানিতেও ধাপে ধাপে সংযোজন বা উন্নয়ন কাজ চলছে। সমস্ত দিক থেকে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন।’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ১০০ বছরের গর্ব! হাওড়া রেল ডিভিশনের শতবর্ষে নতুন রূপে রাজধানী এক্সপ্রেস