Train Problem|| যান্ত্রিক গোলযোগে আটকে পড়ল দুরন্ত এক্সপ্রেস, সাড়ে ৪ ঘণ্টা পরে ফের রওনা

Last Updated:

হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে যান্ত্রিক বিভ্রাট। এ দিন দুপুর বেলা ১২ টার পর থেকে প্রায় সাড়ে ৪'টে পর্যন্ত ট্রেনটি ভোগপুর স্টেশনে আটকে ছিল...

+
title=

মেছেদা: হাওড়া থেকে বেঙ্গালুরুগামী দুরন্ত এক্সপ্রেসের চলার পথে হঠাৎ ছন্দপতন। হাওড়া থেকে ছেড়ে আসার পর মেছাদা পেরিয়ে ভোগপুর স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। যান্ত্রিক গোলযোগ মিটিয়ে চার ঘন্টার বেশি সময় পর ট্রেন ফের যাত্রাপথে দৌড়তে শুরু করে। দীর্ঘক্ষণ স্টেশনে আটকে পড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে।
হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে যান্ত্রিক বিভ্রাট। এ দিন দুপুর বেলা ১২ টার পর থেকে প্রায় সাড়ে ৪'টে পর্যন্ত ট্রেনটি ভোগপুর স্টেশনে আটকে ছিল। এ দিন সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে। কিন্তু মেচেদা স্টেশন পেরিয়ে ট্রেনটি ভোগপুর স্টেশনে আটকে যায়। ওই ট্রেনটির এস-৩ কামরার কাছে গাড়ির চাকা ব্রেক বাইন্ডিং হয়। ব্রেক বাইন্ডিং বা ব্রেক লকের ফলে ট্রেনটি আচমকা থেমে যায়। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলেছে।
advertisement
আরও পড়ুনঃ বসন্তেই বাজারে এল রসালো সুস্বাদু আম, ১ কেজির দাম জানেন? শুনলে হাত কাঁপবে
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ব্রেক লোকের কারণে দীর্ঘ সময় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে মেরামতির জন্য। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এস-৩ কামরাটি সরিয়ে নতুন কামরা সংযোগের করে চার ঘণ্টারও বেশি সময় পরে ট্রেনটি ট্রেন গন্তব্যে রওনা দেয়।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ ট্রেন ভোগপুর স্টেশনে আটকে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এক যাত্রী জানান, 'এই যান্ত্রিক ত্রুটির জন্য রেলের গাফিলতি একমাত্র দায়ী। ট্রেনটি যখন কারশেডে ছিল সেই সময় ঠিকঠাক মেইনটেনেন্স হয়নি, যার ফলেই এই সমস্যা।' প্রসঙ্গত, এই ট্রেনে বহু অসুস্থ যাত্রী ও তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যান। ফলে ট্রেনটি দীর্ঘক্ষণ আটকে থাকায় তারা সমস্যার সম্মুখীন হয়েছেন।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Problem|| যান্ত্রিক গোলযোগে আটকে পড়ল দুরন্ত এক্সপ্রেস, সাড়ে ৪ ঘণ্টা পরে ফের রওনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement