যাত্রী সুরক্ষা আরও জোরদার ! জঙ্গিপুর মহকুমার সমস্ত রেল স্টেশনে বাড়তি সশস্ত্র রেলরক্ষী বাহিনী মোতায়েন

Last Updated:

জঙ্গিপুর মহকুমার সমস্ত রেল স্টেশনে বাড়তি সশস্ত্র রেলরক্ষী বাহিনী মোতায়েন করা হল। ২০১৯ সালে এনআরসি আন্দোলনকে ঘিরে জঙ্গিপুর-সহ কয়েকটি রেল স্টেশনে যে ব্যাপক হামলা চালানো হয়, তার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নিল রেল মন্ত্রক।

যাত্রী সুরক্ষা আরও জোরদার ! (File Photo)
যাত্রী সুরক্ষা আরও জোরদার ! (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: জঙ্গিপুর মহকুমার সমস্ত রেল স্টেশনে বাড়তি সশস্ত্র রেলরক্ষী বাহিনী মোতায়েন করা হল। ২০১৯ সালে এনআরসি আন্দোলনকে ঘিরে জঙ্গিপুর-সহ কয়েকটি রেল স্টেশনে যে ব্যাপক হামলা চালানো হয়, তার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নিল রেল মন্ত্রক।
সুতি, সামশেরগঞ্জ সকাল থেকেই থমথমে। এখন মুর্শিদাবাদের জঙ্গিপুরের অবস্থা স্থিতিশীল হয়েছে। এলাকায় এইমুহূর্তে কোনও জমায়েত হতে দেখা যাচ্ছে না। অশান্তির ভয়ে অনেকেই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না, এমনকী কয়েকশো দোকানপাটও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই আবহে রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে জঙ্গিপুর, ফারাক্কা, নিমতিতা, ধুলিয়ানগঞ্জ-সহ একাধিক স্টেশন চত্বরের সুরক্ষা বাড়ানো হয়েছে। যা মনে করিয়ে দিচ্ছে ২০১৯ সালে এনআরসি আন্দোলনকে ঘিরে জঙ্গিপুর-সহ কয়েকটি রেল স্টেশনে যে ব্যাপক হামলার চিত্রটি।
advertisement
advertisement
সর্বত্রই পর্যাপ্ত ফোর্স পাঠানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। জঙ্গিপুর রোড ও নিউ ফরাক্কা জংশনে রাখা হয়েছে সবচেয়ে বেশি জওয়ান। কোথাও গোলমালের খবর পেলেই বাড়তি ফোর্স পাঠানো হবে সেখানে, বলে জানিয়েছে রেল।
রেল জানিয়েছে, ‘‘As per information received , Level Crossing Gate No. 43 between Dhulian Ganga & Nimtita is badly damaged. Electrical Lifting Barrier, Sliding Boom, panel and relay room is also damaged at this LC Gate.’’
advertisement
আপাতত লাইন পরীক্ষা করা হয়েছে। এই সেকশন দিয়ে রেল চলাচল করবে। গতকাল, শুক্রবার দুটো ট্রেন বাতিল হয়। পাঁচটা ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছিল অন্যপথে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যাত্রী সুরক্ষা আরও জোরদার ! জঙ্গিপুর মহকুমার সমস্ত রেল স্টেশনে বাড়তি সশস্ত্র রেলরক্ষী বাহিনী মোতায়েন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement