Railway Police: দিল্লি বিস্ফোরণের রেশ টাটকা! এবার কাটোয়ায় অ্যাকশনে রেল পুলিশ, ট্রেনে উঠে চলল তল্লাশি
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Railway Police: বুধবার দুপুর থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি চালানোর পর রেলের কামরায় উঠে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করে রেল পুলিশ। সেই সঙ্গেই কাটোয়া-ব্যাণ্ডেল রেলপথে ইএমইউ গাড়ির ভেন্ডর কামরাতেও তল্লাশি চালানো হয়।
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়ঃ দিল্লি বিস্ফোরণের রেশ এখনও টাটকা। এই ঘটনার পর বাংলার নানা প্রান্তেও নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ছে। এবার যেমন কাটোয়া-আজিমগঞ্জ রেলপথের ট্রেনে উঠে তল্লাশি চালাল রেল পুলিশ।
জানা যাচ্ছে, বুধবার দুপুর থেকে কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি চালানোর পর রেলের কামরায় উঠে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায় রেল পুলিশ। সেই সঙ্গেই কাটোয়া-ব্যাণ্ডেল রেলপথে ইএমইউ গাড়ির ভেন্ডর কামরাতেও তল্লাশি চালানো হয়।
আরও পড়ুনঃ মশলাতেও ভেজাল! গ্রামের মহিলাদের আসল-নকল তফাৎ শেখাচ্ছে যুবরা, বিশেষ প্রকল্পে উপকৃত হচ্ছেন অনেকে
এই বিষয়ে কাটোয়া রেল পুলিশ জানায়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেলের কামরায় বিশেষ নজরদারি চালানোর জন্য আমাদের বিশেষ টিম তৈরি করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে মেল-এক্সপ্রেস সহ লোকাল ট্রেনে উঠে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রেল পুলিশের এই তল্লাশি অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাঁরা বলেন, খুব ভাল কাজ। প্রত্যেক দিন পুলিশ তল্লাশি করলে ভাল হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর থেকে বাংলার নানা প্রান্তেও নিরাপত্তার বজ্র আঁটুনি চোখে পড়ছে। এবার যেমন কাটোয়ায় ট্রেনে উঠে তল্লাশি চালাল রেল পুলিশ। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রেল পুলিশের এই পদক্ষেপকে যাত্রীরাও স্বাগত জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 12, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Railway Police: দিল্লি বিস্ফোরণের রেশ টাটকা! এবার কাটোয়ায় অ্যাকশনে রেল পুলিশ, ট্রেনে উঠে চলল তল্লাশি

