Indian Railways: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যাচ্ছিল যাত্রী, রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ

Last Updated:

একটুর জন্য ঘটে যাচ্ছিল বড়সড় দুর্ঘটনা। রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক রেল যাত্রীর

+
রেল

রেল যাত্রী প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী

পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : একটুর জন্য ঘটে যাচ্ছিল বড়সড় দুর্ঘটনা। রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক রেল যাত্রীর। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটে যাচ্ছিল বিপত্তি। নিজের জীবনের পরোয়া না করে রেল যাত্রীকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করেন এক আরপিএফ কর্মী। ‌ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া শাখার পুরুলিয়ার রেল স্টেশনের চার নম্বর প্লাটফর্মে।
রেল সূত্রে জানা গিয়েছে , গুমো থেকে চক্রধরপুরগামী এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার পর এক যুবক ট্রেনে ওঠার চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি। যুবক প্রায় রেল লাইনের নীচে চলে যাচ্ছিলেন। সেই সময় স্টেশনে কর্মরত ছিলেন সরেন কুমার সিং নামে এক আরপিএফ কর্মী। তিনি তড়িঘড়ি দৌড়ে গিয়ে ওই যাত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। গার্ড ও চালকের তৎপরতায় ট্রেনটিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়। বরাত জোরে বেঁচে যান রেলযাত্রী। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভারতীয় রেলের পক্ষ থেকে বারে বারে মাইকিং-এর মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হলেও সচেতন নয়  সিংহভাগ যাত্রী। সচেতনতার অভাবে চলন্ত ট্রেনে অনেক যাত্রীকেই উঠতে দেখা যায়। ফলে যখন তখন ঘটে যায় দুর্ঘটনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেল লাইনে পড়ে যাচ্ছিল যাত্রী, রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement