Indian Railways News: এবার বুলডোজার চলল স্টেশন চত্বরে, জমি দখল মুক্ত করল রেল, চোখে জল দুঃস্থ দোকানিদের
- Published by:Teesta Barman
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Indian Railways News: রেল লাইনে বেড়া দেওয়া হবে। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্যই তাদের জমি উদ্ধার করছে রেল। পূর্ব বর্ধমান জেলার অন্যান্য স্টেশনেও একই ভাবে অভিযান চালানো হবে।
বর্ধমান: এবার বুলডোজার চলল স্টেশন চত্বরে। সোমবার বর্ধমান হাওড়া মেইন শাখার দেবীপুর স্টেশন চত্বরে দখল করে রাখা অবৈধ দোকান ঘর ভেঙে দিল রেল পুলিশ। দীর্ঘদিন ধরেই এই এলাকা জবরদখল হয়ে ছিল। সেই জমি পুনরুদ্ধার করল রেল। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আগেই ওইসব জবরদখলকারীদের সরে যেতে বলা হয়েছিল। তারপর ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার পর অভিযানে নামা হয়।
বছর খানেক ধরে রেল প্রশাসনের পক্ষ থেকে নিজেদের জায়গা বা জমি দখল নিয়ে কাজ হচ্ছে। কারণ রেলের জমি পড়ে থাকলে বেদখল হয়ে যাচ্ছে। তাই রেল প্রশাসন উদ্যোগী হয়েছে জমি দখল নিতে। যেখানে রেলের জায়গা বেহাত হয়ে গিয়েছে সেখানে রেল নোটিশ দিয়ে বেআইনি দখলদারি উচ্ছেদ করছে। সেই কারণেই অভিযান চালানো হল দেবীপুর স্টেশনে।
advertisement
আরও পড়ুন: বন্যপ্রাণীদের ভয় উপেক্ষা করে গরম চা আর ঘুগনি বিক্রি জঙ্গলে! আদিবাসী মায়ের জীবন সংগ্রামে চোখে জল আসবে
advertisement
গত ৫ জুলাই দেবীপুর স্টেশন চত্বরে নোটিশ দেওয়া হয় রেল প্রশাসনের পক্ষ থেকে। বলা হয় ৭২ ঘণ্টার মধ্যে রেলের জায়গা ছেড়ে দিতে হবে।এরপর রেল সুরক্ষা বাহিনী বুলডোজার নিয়ে বেআইনি দখলদারি উচ্ছেদ করল।
advertisement
স্থানীয় বাসিন্দা রত্না সাহা বলেন, ”১৯ বছর ধরে এখানে ব্যবসা করছি। আগে স্বামী এখানে ব্যবসা করতেন। এখন আমি ব্যবসা করছি। এই দোকান থেকেই সংসার চলে। এখন বেকার হয়ে গেলাম। আমরা চাই ছোট করে জায়গা নিয়ে দোকান করতে। না হলে আমাদের সংসার চলবে কীকরে?”
আর এক ব্যবসায়ী নেপাল দাস বলেন, ”আমি প্রতিবন্ধী মানুষ। কোথায় যাব এখন? চায়ের দোকান চালাতাম দেবীপুর স্টেশনে। এখন কী করে সংসার চলবে জানি না।”
advertisement
জানা গিয়েছে, রেল লাইনে বেড়া দেওয়া হবে। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জন্যই তাদের জমি উদ্ধার করছে রেল। পূর্ব বর্ধমান জেলার অন্যান্য স্টেশনেও একই ভাবে অভিযান চালানো হবে। যেসব জায়গায় জবরদখল রয়েছে সেখানেই অভিযান চালাবে রেল। কিছু ক্ষেত্রে জমি ফিরে পেতে রাজ্য সরকারেরও সাহায্য চাইবে তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 10:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways News: এবার বুলডোজার চলল স্টেশন চত্বরে, জমি দখল মুক্ত করল রেল, চোখে জল দুঃস্থ দোকানিদের