Bangla News: খড়দহে ভয়াবহ কাণ্ড! চরম ভোগান্তি সাধারণ মানুষের, রাগে-ক্ষোভে যা করল নিত্যযাত্রীরা...

Last Updated:

Bangla News: খড়দহে প্রায় ৪০ মিনিটের ওপরে বন্ধ রেলগেট। জেরবার সাধারণ মানুষেরা, ক্ষোভে ফেটে পড়ল রেলগেট পারাপারকারী যাত্রীরা।

শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন (File Photo)
শনি-রবিবার হাওড়া ডিভিশনে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন (File Photo)
সুবীর দে, খড়দহ: খড়দহে প্রায় ৪০ মিনিটের ওপরে বন্ধ রেলগেট। জেরবার সাধারণ মানুষেরা, ক্ষোভে ফেটে পড়ল রেলগেট পারাপারকারী যাত্রীরা। রেল কর্মীদের সঙ্গে তুমুল বচসা।
খড়দহের রেলগেট পারাপারে রেল পারাপারকারী যাত্রীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রত্যেকদিন অফিস টাইমে সকালের ব্যস্ত সময় ৪০ থেকে ৪৫ মিনিটের উপরে রেলগেট বন্ধ থাকছে।
advertisement
যার ফলে নিত্যদিনের কাজে যাওয়া, স্কুল কলেজে যাওয়া মানুষজনের পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে আসতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। দীর্ঘ সময় বাইক থেকে শুরু করে ছোট গাড়ি, রিক্সা , টোটো বড় গাড়িতে স্টেশন রোড দিয়ে পায়ে হাঁটাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে।
advertisement
এই দীর্ঘ জ্যামে বহু ক্ষেত্রেই রেললাইন পারাপারকারী মানুষজন যেমন তাদের কাজের জায়গায় টাইম মতো পৌঁছাতে পারছে না, তেমনি রেলযাত্রীরা ঠিক সময় স্টেশনে পৌঁছাতে না পেরে তাদের অফিস ও অন্যান্য জরুরী কাজে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে । এইসবের মিশেলে আজ দীর্ঘ সময় কোনও গাড়ি না থাকলেও রেল গেট ফেলে রাখায় বেশ ক্ষুদ্ধ হয়ে ওঠে রেল পারাপারকারী মানুষজন। তারা তীব্র বিক্ষোভ দেখায় রেলের কেবিন গেটের সামনে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: খড়দহে ভয়াবহ কাণ্ড! চরম ভোগান্তি সাধারণ মানুষের, রাগে-ক্ষোভে যা করল নিত্যযাত্রীরা...
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement