সেরা স্কুলের শিরোপা পেল খড়দহের 'এই' বিদ্যালয়! পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষক দিবসে খুশির হাওয়া
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
চলতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ১২টি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়েছে
খড়দহ, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ সেরা বিদ্যালয়ের শিরোপা। খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম উচ্চ বিদ্যালয়ের মুকুটে নয়া পালক। পুরস্কার হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি বছর রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ১২টি বিদ্যালয়কে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত শিক্ষক দিবসের কর্মসূচিতে রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সেরার শিরোপা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পুজোর আগে ‘অ্যাকশনে’ পুলিশ! খোলা হল বিশেষ…! এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় উদ্যোগ
পুরস্কার নিয়ে বিদ্যালয়ে ফেরার পর স্কুল কর্তৃপক্ষ জানান, পঠনপাঠনের উপর তাঁরা বিশেষ নজর দিয়েছিলেন বলেই এই পুরস্কার পেয়েছেন। বিদ্যালয়ের মুকুটে এই ধরণের পালক আগামী দিনে পথ চলার ক্ষেত্রে তাঁদের আরও উদ্বুদ্ধ করবে। স্কুল এই পুরস্কার পাওয়ায় খুশি রামকৃষ্ণ মিশনের ছাত্ররা।
advertisement
advertisement
রাজ্যের হাজার হাজার বিদ্যালয়ের মধ্যে সেরার শিরোপা পাওয়া সত্যিই গর্বের। চলতি বছর রাজ্য সরকারের তরফ থেকে মোট ১২টি স্কুলকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম খড়দহ রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম উচ্চ বিদ্যালয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 2:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সেরা স্কুলের শিরোপা পেল খড়দহের 'এই' বিদ্যালয়! পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষক দিবসে খুশির হাওয়া