কী কাণ্ড দেখুন...! বিহারের বাসিন্দা অথচ ভোটার তালিকায় তিন ভাইয়ের নাম এরাজ্যে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
কৃষ্ণপুর বুথের ভোটার তালিকায় রয়েছে বিহারের তিন বাসিন্দার নাম। তুলোর ব্যবসা করতে কৃষ্ণপুর বাজারে আসেন।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল : বিহারে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তোলপাড় চলছে। তারমধ্যে যে ঘটনা সামনে এসেছে, জানলে চোখ কপালে উঠবে। এমনও যে হতে পারে, শুনে বিশ্বাস করতে পারবেন না। আবার এই ঘটনা জানজানি হতেই শোরগোল পড়েছে এলাকায়। পুরুলিয়ার ভোটার তালিকায় রয়েছে নাম। কিন্তু বাসিন্দা বিহারের।
জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকায় পাওয়া গিয়েছে এমন ভোটারের খোঁজ। তাও আবার একজন নয়, একসঙ্গে এমন তিন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। খবর, পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি ব্লকের কৃষ্ণপুর বুথের ভোটার তালিকায় রয়েছে বিহারের তিন বাসিন্দার নাম। বিহারের বাসিন্দা হয়ে কিভাবে এরাজ্যের ভোটার তালিকায় তাদের নাম এল, সেই চর্চা শুরু হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেছেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। কিন্তু কিভাবে অন্য রাজ্যের বাসিন্দার নাম এরাজ্যের ভোটার তালিকায় এল, তা নিয়ে নানারকম মন্তব্য উঠে আসছে। একটি বুথে একসঙ্গে তিনজন এমন ভোটারের হদিশ পাওয়ায় সমালোচনা আরও বেড়েছে।
advertisement
আরও পড়ুন : গাড়ি নয়, এই গ্রামে সবার শখ ব্যক্তিগত নৌকা! প্রধান শিক্ষকের অবস্থা শোচনীয়, কারণ জানলে রাগ হবে
জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে তুলোর ব্যবসা করতে কৃষ্ণপুর বাজারে আসেন বিহারের ছাপরা জেলার তিন বাসিন্দা। মোহাম্মদ জিয়াউল হক, সঙ্গে তার ভাই সামসদ আলম ও ভাগনে মহ: ঈন্দিস। এরা সকলেই বিহারের বাসিন্দা হলেও, এ রাজ্যের ভোটার তালিকায় তাঁদের নাম জ্বলজ্বল করছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর সমালোচনা শুরু হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 9:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কী কাণ্ড দেখুন...! বিহারের বাসিন্দা অথচ ভোটার তালিকায় তিন ভাইয়ের নাম এরাজ্যে