র্য#রঘুনাথগঞ্জ: আদিবাসী গ্রামবাসীদের দুয়ারে এল সরকার। গত বুধবার রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর সাঁওতালপাড়া এলাকায় ডাইনি অপবাদে নারকীয় অত্যাচারের শিকার হন ৬ গ্রামবাসী। আপমানে আত্মঘাতী হন এক বৃদ্ধ। এই ঘটনার পরই গ্রামবাসীদের সচেতন করতে গ্রামে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবির করার আশ্বাস দেন বিডিও ও পুলিশ প্রশাসন৷ সেই মোতাবেক শনিবার মথুরাপুর গ্রামের ডিএড কলেজে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসডিও, বিডিও-সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত বুধবার রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর সাঁওতালপাড়া এলাকায় ডাইনি সন্দেহে অকথ্য অত্যাচার করা হয় ৬ গ্রামবাসীকে। ডাইনি সন্দেহে সালিশিসভার নিদানে শাস্তি স্বরূপ মানুষের শরীরের বর্জ্য-মল-মূত্র খাওয়ানো হয় ওই ৬জনকে। অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক বৃদ্ধ। ঘটনার খবর পাওয়া মাত্র ওইদিন রাতেই রঘুনাথগঞ্জ থানার মথুরাপুর সাওতালপাড়া এলাকায় বিডিও-সহ পুলিশ গিয়ে গ্রামবাসীদের বোঝান। গ্রামবাসীদের সচেতন করতে গ্রামে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবির করার আশ্বাস দেন বিডিও ও পুলিশ প্রশাসন৷ সেইমতো শনিবার মধুরাপুর গ্রামের বিএড কলেজে দুয়ারে সরকার শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা।
মথুরাপুর গ্রামের প্রায় ৭০টি আদিবাসী পরিবারের সুবিধায় এই শিবির করা হয়েছে বলে জানালেন বিডিও আবু তৈয়ব। স্বাস্থ্যশিবির-সহ স্বাস্থ্যসাথী কার্ড প্রদান, রেশন কার্ড, খাদ্যসাথী-সহ সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raghunathganj