Radhashtami 2023: রাধারানির জন্মদিন পালন! রাধাষ্টমী উৎসব মায়াপুর ইসকন মন্দিরে! দেখুন ভিডিও

Last Updated:

Radhashtami 2023: মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়!

+
title=

মায়াপুর: রাধাষ্টমী উপলক্ষে জমজমাট নদিয়ার মায়াপুর ইসকন মন্দির সকাল থেকেই হাজার হাজার ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড়। দেশীয়দের সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন বিদেশিনিরাও। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে আজ পালিত হচ্ছে রাধারানির জন্মদিন। রাধাষ্টমী উপলক্ষে বহুদুর থেকে ভক্তবৃন্দরা ভিড় জমিয়েছেন মায়াপুর ইসকন মন্দিরে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি।
অন্যদিকে সকাল থেকে চলছে হরিনাম সংকীর্তন, যেখানে মাতোয়ারা হাজার হাজার ভক্তবৃন্দ থেকে শুরু করে বিদেশিনিরা। তবে সকালে চিরাচরিত নিয়ম মেনে অভিষেক করা হয় রাধা কৃষ্ণের মূর্তিকে, এরপর আরতি করা হয়। সেখানেও হাজার হাজার ভক্তবিন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
advertisement
advertisement
আজ রাধা অষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, “প্রত্যেক বছরই রাধাষ্টমী তিথি উপলক্ষে সারা ভারতবর্ষের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। শুধু রাধা অষ্টমী নয়, সারা বছরই বিভিন্ন তিথি উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের জমায়েত হয় মায়াপুর ইসকন মন্দিরে। তবে মায়াপুর ইসকন মন্দিরে শুধু রাধা কৃষ্ণের যুগল মূর্তি নয়, রয়েছে অসংখ্য দেখার জিনিস। যেমন চোখ ফেরালে দেখা যাবে গোশালা, বিকেল হতেই শুরু হয় হাতির প্রদর্শন, যা দেখার জন্য অপেক্ষায় থাকে দর্শনার্থীরা।” সব মিলিয়ে আজ রাধা অষ্টমীর তিথি উপলক্ষে জমজমাট মায়াপুর ইসকন মন্দির।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Radhashtami 2023: রাধারানির জন্মদিন পালন! রাধাষ্টমী উৎসব মায়াপুর ইসকন মন্দিরে! দেখুন ভিডিও
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement