Rachana Banerjee: দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়ায় তৃণমূলের নতুন কর্মসূচী " আমাদের দল আমাদের সমাধান"
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Rachana Banerjee: গত কয়েকদিন ধরে হুগলির সদর চুঁচুড়ায় তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গেছে প্রকাশ্যে। কখনও বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের আবার কখনও বিধায়কের সঙ্গে চুঁচুড়া শহর সভাপতির।
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: গত কয়েকদিন ধরে হুগলির সদর চুঁচুড়ায় তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গেছে প্রকাশ্যে। কখনও বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের আবার কখনও বিধায়কের সঙ্গে চুঁচুড়া শহর সভাপতির। পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের বিবাদ সবার জানা।বিধায়কের কোনও অনুষ্ঠানে ডাক পান না চেয়ারম্যান এবং তার সঙ্গে থাকা কয়েকজন কাউন্সিলর।সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে অসিত মজুমদারের দ্বন্দ্ব নতুন কিছু না।
সাংসদ রচনার সঙ্গে বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরী নিয়ে বিধায়ক অসিতের বিবাদ চরমে ওঠে।রচনা জানিয়ে দেন আরও স্মার্ট ক্লাস হবে কার কত দম দেখি আটকায়। বিধায়ক বাধা দিচ্ছে তা নিয়ে দলকে নালিশ করবেন বলেও জানিয়েছিলেন সাংসদ। বিধায়ক অসিত পাল্টা দাবী করেছিলেন তিনি স্মার্ট ক্লাসে বাধা দেননি। তিনি স্কুল পরিচালন সমিতিতে আছেন কেন তিনি জানতে পারলেন না সেটাই বলেছেন। রচনা সেই বিষয়ে প্রকাশ্যে না বলে দলকে বলতে পারতেন বলেও জানিয়েছিলেন বিধায়ক।
advertisement
advertisement
পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অবশ্য অসিত জানিয়েছিলেন রচনা তাঁর বোনের মত একসঙ্গে দলের হয়ে কাজ করবেন।তাদের কোনো দ্বন্দ্ব নেই। এই ঘটনার রেশ কাটতে না কাটতে বিধায়ক চুঁচুড়া শহর তৃনমূল সভাপতি সঞ্জীব মিত্রের সঙ্গে দ্বন্দ্ব জরিয়ে পরেন।
advertisement
কাঠগোলায় সঞ্জীব মিত্রের দিদির একটি পুকুর ভরাট হচ্ছে এমন অভিযোগ পেয়ে বিধায়ক সেখানে গিয়ে বলেন,পুকুর ভরাট যে করবে সে তৃনমূলের বাবা হলেও ছাড়ব না।
এর পাল্টা সঞ্জীব মিত্র বলেন,দিনে শুটিং রাতে সেটিং। যা বিধায়ক করে থাকেন সেটা তার সঙ্গে করতে পারেনি বলেই এসব বলছে।বিধায়ক কিছু না জেনেই বলেছেন পুকুর ভরাট হচ্ছে।যেটা ঠিক নয়।প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রে স্ত্রী সুদীপা মিত্র ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।সেই ওয়ার্ডে একটি রক্তদানে উপস্থিত হন বিধায়ক।সেখানে আগে থেকেই ছিলেন চেয়ারম্যান অমিত রায়, সঞ্জীব মিত্ররা।তাঁরা এক সঙ্গে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে সূচনা করেন। এক সঙ্গে ছবিও তোলেন।
advertisement
চুঁচুড়ায় তৃণমূলে দ্বন্দ্ব আছে আর সেটা মেটাতেই মুখ্যমন্ত্রী নতুন যে প্রকল্প এনেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান সেই ধাঁচেই ” আমাদের দল আমাদের সমাধান” করতে চাইছেন তৃনমূল নেতৃত্ব।
সঞ্জীব মিত্র সেই কথাই বলেন,আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য আমাদের কর্মসূচি দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেরকমই আমাদের দল আমাদের সমাধান করতে হবে।বিধায়কের সঙ্গে আমার যেটা হয়েছিল সেটা আমার ব্যক্তিগত বিষয় এখানে দলের কোন ব্যাপার নেই।দলীয় কর্মকাণ্ডে ঠিকমতো আমরা চলছি কিনা সেটাই দল দেখছে। বিধায়ক তখন ভুল করেছিলেন তাই আমি ক্ষোভ দেখিয়েছিলাম।আমি কিছু ভুল করলে আমাকেও বলতে পারেন।
advertisement
বিধায়ক অসিত মজুমদার বলেন,আমরা সবাই এক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা।আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই।আমাদের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না ভুল বোঝাবুঝি ছিল তার অবসান হয়েছে।দল ঐক্যবদ্ধ একসাথেই রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 10:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়ায় তৃণমূলের নতুন কর্মসূচী " আমাদের দল আমাদের সমাধান"