Rachana Banerjee: 'দেশে দিদি নম্বর ১ একজনই', ভোট প্রচারে এসে কার নাম নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়? জানুন

Last Updated:

Rachana Banerjee: কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায়।

+
কালিগঞ্জে

কালিগঞ্জে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

নদিয়া: সারা ভারতের দিদি নম্বর ওয়ান একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট প্রচারে এসে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর প্রতিদিনই প্রচারে ঝড় তুলেছে শাসক দল। সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালে নদিয়ার বানিনাথপুর এলাকা থেকে হুড খোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি। কালিগঞ্জ বিধান সভার বিভিন্ন এলাকায় আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায়। এদিন তিনি বলেন, “সারা ভারতের দিদি নম্বর ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে কালিগঞ্জে জয়ী করতে হবে তৃণমূলকে।”
advertisement
আরও পড়ুনঃ “বাবাকে বাঁচাতেই ভাইকে এত নৃশংস খু*ন…”, রাজার মৃত্যুর ১৩ দিনের মাথায় সবচেয়ে বড় সত্যি ফাঁস! এবারে বিপদে সোনমের গোটা পরিবার?
তিনি আরও জানান, “বিরোধীদের এখানে কোনও জায়গা নেই, এই আসন শুধুই তৃণমূল কংগ্রেসের।” প্রচারে রচনার সংলাপ ও উজ্জ্বল উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। জনতার উল্লাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
advertisement
advertisement
উল্লেখ্য, ১৯ জুন নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এবার আলিফার সমর্থনে ভোট প্রচারে দেখা গেল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। এদিন কালীগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে দেখেন রচনা। পাশাপাশি, আলিফা আহমেদকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।
advertisement
আরও পড়ুনঃ এসি বন্ধ করলেও চড়চড়িয়ে বাড়ছে বিল? ১ সেকেন্ডের ‘এই’ কাজ! বিদ্যুতের বিলের টাকা হবে অর্ধেক
কালীগঞ্জের বড় কুলবেড়িয়া, বানীনাথপুর-সহ বিভিন্ন গ্রামে এদিন জনসংযোগ ও ভোট প্রচার করেন রচনা, সঙ্গে দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন গ্রামের মানুষের কাছে। প্রথম থেকেই আলিফার ভোট প্রচারে বহু কর্মী সমর্থককে দেখা গিয়েছে। এদিন রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকায় ভিড় ছিল উপচে পড়ার মতো।
advertisement
Mainak Debnath 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Banerjee: 'দেশে দিদি নম্বর ১ একজনই', ভোট প্রচারে এসে কার নাম নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement